ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
ফ্রেশ ছাড়াও কিছু পুরনো স্টকের শাড়ি ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে পেয়ে যাবেন।
বেনারসি টেক্সটোরিয়ামে (শ্যামবাজার সিইএসসি’র উল্টোদিকে, ফোন: ২৫৫৫৬৪২৭) প্রাক পুজো সেল শুরুহয়েছে। দক্ষিণের তেলিয়া কটন কনট্রাস্ট ডুরে শাড়ি যার দাম ৫৫০ টাকা, সেলে ৩৫০ টাকায় পাবেন। স্কার্ট জরি বর্ডার ভেঙ্কটগিরি ১১০০ টাকা, সেলে ৭৫০ টাকায় পাবেন। মঙ্গলগিরি কটন সেলে ৯৮০-১২৫০ টাকা, কেরালা কটন ৫৬০-৮৩০ টাকা, মার্সেরাইজড কটন সেলে ৮৫০ টাকা। সিল্ক জরি বর্ডার কটন গাদোয়াল, দাম ২২০০ টাকা, সেলে ১৪৫০ টাকায় পাবেন। সাউথের কোষা সিল্ক ৬৫০-৮৫০ টাকা। কোষা সিল্কে গোল্ডেন ও সিলভার জরির মিলমিশে তৈরি শাড়ি ১৮০০ টাকা, সেলে ১১৮০ টাকায় পাবেন। তাঞ্চই জমি জরি বর্ডার সাউথ সিল্ক ১৪০০ টাকা, সেলে ৯৮০ টাকায় পাবেন।
এবারের পুজো স্পেশালে আছে কোষা সিল্কে ডিজিটাল প্রিন্টেড শাড়ি দাম ২৫০০ টাকা, সেলে ১৯৫০ টাকায় পাবেন। লিনেন বেনারসিতে মিনা নকশা ২৫০০-৩৫০০ টাকার মধ্যে নানারকম ডিজাইনে পাবেন। সাউথের ওপারা সিল্ক হাফ অ্যান্ড হাফ জরি তাঞ্চই ও জরি বুটি সেলে ২৪৫০-২৬৫০ টাকায় পাবেন। টেম্পল পাড় কাঞ্জিভরম ৩৫০০ টাকা, সেলে ২৮০০ টাকায় মিলবে। পিওর কাঞ্জিভরম সিল্ক দাম ৮-৯ হাজার টাকা, সেলে ৬৮০০ টাকায় পাবেন। গোল্ডেন সিল্ক টিস্যু কনট্রাস্ট বর্ডার ৫০০০ টাকা, সেলে ৩২০০ টাকায় মিলবে। র-সিল্কে সিকো জরির কাজ করা শাড়ি ২৫০০ টাকা, সেলে ১৮৫০ টাকায় পাবেন। এছাড়া বেনারসে এদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি শাড়ি সেলে বেশ কম দামে পাবেন। যেমন কোরা টিস্যু ১১০০-১৫০০ টাকা, কোরা চান্দেরি ৮৫০-১৮০০ টাকা, বেনারসি কোটা ১২০০ টাকা, বেনারসের কোরা সিল্ক ১৮৫০ টাকা থেকে দাম শুরু। কোরা ঢাকাই, চান্দেরি ঢাকাই ১২০০-২২০০ টাকা। যারা পুজোয় একটু দামি শাড়ি কিনতে চান তাঁদের জন্য রয়েছে বেনারসের তসর ৮৫০০ টাকা, কাতান সিল্ক ৮৫০০-৯০০০ টাকা, কাতান টিস্যু ৭৫০০-৮৬০০ টাকা, আরনি সিল্ক ৬৫০০-৭৮০০ টাকা, কাতান মিনাকারি ৭৫০০-৯০০০ টাকা।
এছাড়া হ্যান্ডলুম, বাংলার তাঁত, ঢাকাই ইত্যাদির ভালো কালেকশন আছে। এখন বেনারসি শাড়িতে ১০%-১৫% ডিসকাউন্ট পাবেন। এখন রবিবারও শোরুম খোলা থাকছে।
ছবি: সুফল ভট্টাচার্য