Bartaman Patrika
আমরা মেয়েরা
 

তবু কেন কন্যা সম্প্রদান? 

কন্যা সম্প্রদান আজকের যুগে কতটা যুক্তিযুক্ত? বিশ্লেষণ করলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁর মুখোমুখি কমলিনী চক্রবর্তী।

আজ নারী শিক্ষিত। আজ নারী স্বনির্ভর। তবু আজও নারী স্বাধীন নয়। শিক্ষা ও স্বনির্ভরতা তাহলে নারীকে পূর্ণ স্বাধীনতা দিতে ব্যর্থ! সনাতন প্রথামতে আজও তাই বিবাহের মন্ত্রে কন্যাকে সম্প্রদান করা হয় পাত্রের কাছে। অর্থাৎ পিতার কাছ থেকে নারী চলে যায় স্বামীর দায়িত্বে। আগেকার দিনে এই রীতি যদি বা সমর্থন করা যেত, এখন তো তা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। তবু প্রথাগত বিবাহের এই দিকটি নিয়ে ততটা প্রশ্ন ওঠে কি আমাদের সমাজে? মেয়েরাও কি এই নিয়ে আদৌ ভাবে? আজকের আধুনিক সমাজে কন্যা সম্প্রদান কি সত্যিই প্রয়োজনীয়? সাক্ষাৎকারে এমনই নানা প্রশ্নের উত্তর দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা তথা মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।
 আজকের আধুনিক সমাজেও কি কন্যা সম্প্রদান প্রথা যুক্তিযুক্ত?
 প্রথমেই বলে রাখি, বিয়েতে কন্যা সম্প্রদানের প্রথা বৈদিক যুগে ছিল না। পরবর্তীকালে নারী যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে শুরু করে, বাল্য বিবাহের রীতি যবে থেকে প্রচলিত হয়ে ওঠে আমাদের সমাজে, তবে থেকেই কন্যা সম্প্রদান প্রথাও চালু করা হয়। এক্ষেত্রে প্রথার পক্ষে বা বিপক্ষে কিছু বলার আগে সমাজের একটা চিত্র কল্পনা করে নেওয়া দরকার। তখন মেয়েদের আট-নয় বছরে বা তার চেয়েও ছোট বয়সে বিয়ে দেওয়া হতো। স্বামীটি কিন্তু সেই তুলনায় বয়স্ক। কলেজে পাঠরত তো বটেই, অনেকক্ষেত্রে আবার চাকরিও করে। বয়সের এই বিপুল ফারাকে স্বামী যে তার ছোট স্ত্রীয়ের দায়িত্ব নেবে সেটাই তো স্বাভাবিক। আর না নিলেও তো চলবে না, আট বছরের বালিকা কি নিজের দায়িত্ব নিতে পারে? এই অবস্থায় বাবার হাত থেকে মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া বা সম্প্রদান করার রীতি সমর্থনযোগ্যই বটে। কিন্তু ক্রমশ সমাজ বদলেছে। বাল্য বিবাহের রীতি আজ আর প্রচলিত নয়। মেয়েরাও এখন শিক্ষিত ও স্বনির্ভর। সেক্ষেত্রে আজকের দিনে কন্যা সম্প্রদান যে নেহাতই অমূলক তা বলাই বাহুল্য।
 সমাজের চোখে মেয়েরা কি তবে দানের বস্তু?
 একেকটা সময় একেকরকমভাবে মানুষের মূল্যায়ন করে। আর সময় যত পালটায়, মানুষের চিন্তাধারাও ততই বদলায়। তবে কন্যাকে সম্প্রদান করার অর্থ কখনওই দান নয়, বরং কন্যার ভার বা দায়িত্ব পিতার হাত থেকে স্বামীর হাতে সমর্পণ। এই ভার তুলে দেওয়া বা দায়িত্ব অন্যকে সমর্পণ করার রীতি কারও অপছন্দ হতেই পারে। তাই বলে এটা ধরে নেওয়া ঠিক নয় যে কন্যাকে সম্প্রদান করা হতো বলেই তাকে সমাজ দানের বস্তু হিসেবে দেখত। আর এখন তো সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছে। কন্যাকে দানের বস্তু হিসেবে দেখা হলে ঘরে ঘরে কন্যাই একমাত্র সন্তান হতে পারত কি?
 নারীকে কি কখনও বাবা, কখনও স্বামী, কখনও বা পুত্রের অধীনে বলেই মনে করা হয়?
 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় মনোভাব অনুযায়ী এখনও নারীর ওপরেই সংসার সামলানোর দায়িত্ব বর্তায়। আগে মেয়েরা শুধুই অন্দরমহলের বাসিন্দা ছিলেন। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা নিয়েই ছিল তাঁদের জীবন। সেই সময় নারীকে রক্ষা করার দায়িত্ব ছিল পুরুষের কাঁধে। এখন আর তেমন পরিস্থিতি নেই। মেয়েরা শিক্ষিত তো বটেই, অনেকক্ষেত্রেই স্বনির্ভরও। তবু সংসার পালনের মূল দায়িত্ব কিন্তু আজও মেয়েদের ওপরেই পড়ে। আর ছেলেরাও এখনও দায়িত্ব নেওয়ার অভ্যাসটা ঝেড়ে ফেলতে পারেনি। তাই সমাজ আজও নারীর অরক্ষিত রূপের সঙ্গেই অভ্যস্ত। আমাদের সমাজ এখনও ততটা উদার হতে পারেনি। তাই মেয়েরাও সম্পূর্ণ স্বাধীনতা পায়নি। এখনও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। আজও মেয়েদের পুরুষরূপী রক্ষাকর্তার প্রয়োজন হয়। তাই এই উন্নততর সমাজে আজও নারী কখনও বাবা, কখনও স্বামী আর কখনও ছেলের অধীনে।
 হিন্দুধর্ম মতে বিবাহে কি কন্যা সম্প্রদান আবশ্যিক?
 হ্যাঁ। গতানুগতিক ধারা অনুযায়ী এই প্রথা আবশ্যিক। তবে হিন্দুধর্ম মতে বিয়ের অনুষ্ঠানে বদল আনা উচিত বলেই আমার মনে হয়। কারণ বৈদিক যুগেও তো হিন্দুধর্ম মতেই বিবাহ হতো এবং তাতে কন্যা সম্প্রদানের রীতি ছিল না। তাহলে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে কেন সম্প্রদান আবশ্যিক হবে? তবু আজও পুরোহিতরা মধ্যযুগীয় বিবাহপ্রথাকেই মেনে চলতে ভালোবাসেন। তাই গতানুগতিকতা বজায় রেখে কন্যা সম্প্রদান বিয়ের অঙ্গ হিসেবে চলছে, চলবে।
 প্রথাগত বিবাহে বদল আনার জন্য আপনি কতটা ও কীভাবে সচেষ্ট?
 আমি একা নই, আমাদের চারজনের একটি দল রয়েছে। নাম শুভমস্তু। আমরা সনাতন বৈদিক প্রথা অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করি। কিছু মন্ত্র ও কিছু গানের মধ্য দিয়ে পাত্রপাত্রীর চার হাত এক হয়। আমাদের দলে আমি ছাড়া আরও যাঁরা আছেন তাঁরা হলেন রুমা, সেমন্তী ও পৌলমী।
আমরা কেউই পদবি ব্যবহার করি না। জাতপাতের বিভেদ এড়ানোর জন্যই পদবি বর্জন। রুমা আর আমি দু’জনেই সংস্কৃতের ছাত্রী। মন্ত্র পড়ার দায়িত্ব আমাদের। সেমন্তী আর পৌলমী সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথের গান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। কিছু আচার আমরা বাদ দিয়েছি। কন্যা সম্প্রদান, কনকাঞ্জলি আমাদের বিবাহ প্রথার অঙ্গ নয়। তাছাড়া বিয়ের অনষ্ঠানে যে শুধুই এওস্ত্রীরাই অংশ নিতে পারবেন, বিধবারা বাদ পড়বেন তাও আমরা মনে করি না। ‘শুভমস্তু’তে আমরা মনে করি বিবাহ নামক পুণ্য অনুষ্ঠানকে আনন্দময় করে তুলতে সকলের সমবেত উপস্থিতি জরুরি। তাছাড়া বিয়েতে আমরা পাত্র ও পাত্রী এবং তাদের পরিবারকে একই আসনে বসাই। বর ও কনের মায়ের উপস্থিতিও আমাদের বিবাহ অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ।
 হিন্দু নিয়মগুলো ভাঙার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন?
 যা-ই নতুন, তাকেই বিভিন্ন বাধা অতিক্রম করে আসতে হয়। আমাদেরও হয়েছে। প্রথমদিকে লোকে আমাদের নিয়মগুলো মেনে নেননি। তবে ক্রমশ সময় পাল্টাচ্ছে, লোকের চিন্তাধারা বদলাচ্ছে। এখন পাত্র ও পাত্রী আমাদের এই নতুন ধরনের বিবাহ প্রথা দেখে মুগ্ধ হচ্ছেন এবং আমরা ক্রমশ সমাজে গৃহীত হচ্ছি।
 মধ্যযুগীয় হিন্দু বিবাহে বদল আনা দরকার এমনটা মনে হল কেন?
 অধ্যাপনা করতে গিয়ে প্রথম এই ভাবনাটা মনে এসেছিল। নতুন প্রজন্মকে ঘাঁটতে ঘাঁটতে, তাদের চিন্তা ভাবনার সঙ্গে মিশতে মিশতে দেখেছিলাম তারা বিভিন্ন প্রথার দিকে আঙুল তুলছে, তা নিয়ে প্রশ্ন করছে। তখনই মনে হয়েছিল মধ্যযুগীয় প্রথাগুলোর বদল দরকার। আর সেই বদলের জন্য আমাদের খুব একটা দূরে যেতে হয়নি। একটু পিছিয়ে গিয়ে বৈদিক বিবাহ প্রথাগুলো ঘেঁটে দেখলাম তা অনেক উন্নত। তখনই এই প্রথায় বিয়ে দেওয়ার কথা মনে হল। তারপর আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দল গড়ে উঠল। বছর তিনেক আমরা সক্রিয়ভাবে কাজ শুরু করেছি।
 কন্যা সম্প্রদান ব্যতীত বিবাহ পাত্র ও পাত্রীর বাড়িতে কতটা গৃহীত?
 পাত্র ও পাত্রী দু’জনেই এই নতুন প্রথাকে মুক্তহস্তে আলিঙ্গন করেছে। তাদের বাড়ির লোকেরাও অনেকেই উদারভাবে এই প্রথা মেনে নিচ্ছেন। আর আজকের মেয়েরা যে বাবার হাত থেকে স্বামীর হাতে সমর্পিত হতে চায় না তা তো বলাই বাহুল্য।
ছবি: শুভমস্তুর সৌজন্যে  
18th  January, 2020
বদল আসুক বিয়ের রীতিতে

একটা সময় ছিল যখন হিন্দুশাস্ত্রে বাল্যবিবাহের প্রচলন ছিল। মেয়েদের বাচ্চাবেলায়, যখন তাদের পুতুল খেলার বয়স, তখনই বিয়ে দেওয়া হতো। সেই সময় কন্যা সম্প্রদানের প্রথাটি চালু হয়।
বিশদ

07th  December, 2024
বিয়ের পর নতুন পরিবারে  মানিয়ে নেওয়ার উপায়

বিয়ে দু’জন মানুষের নয়। বিয়েতে আসলে দুই পরিবারের সম্পর্ক তৈরি হয়। আজন্মের চেনা গৃহকোণ ছেড়ে মেয়ে যায় শ্বশুরবাড়ি। নতুন পরিবারে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে সংসার শুরু করে সে। আবার এখন বহু দম্পতি আলাদা বাড়িতে থাকেন বিয়ের পর থেকেই।
বিশদ

07th  December, 2024
নহবতের সুর আর উপহারের গল্প

রায়চৌধুরী বাড়িতে এখন উৎসব বিরতি। সদ্য বাড়ির বড় ছেলের বিয়ে মিটেছে। বাড়িতে নতুন বউ এসেছে। সাবেকিয়ানার বহরে, এলাহি আয়োজন আর উৎসবের আমেজে হাজারো ব্যস্ততার ভিড়েও রঙিন কাগজে মোড়া উপহার বাক্সগুলো কিন্তু কারও নজর এড়িয়ে যায়নি।
বিশদ

07th  December, 2024
এমন বিয়ে তো দেখিনি জন্মে!

ঠাম্মা ভবসুন্দরী দেবী ওরফে ভবির মনে বড় সাধ তাঁর একমাত্র নাতনির বিয়ে হবে তাঁদের দেশের বাড়ি পুরুলিয়ায়। অঢেল জায়গা সেখানে। গাঁয়ের লোকরা সব আসবে, পাত পেড়ে খাবে। কোনও কিছুতেই অসুবিধে নেই।
বিশদ

07th  December, 2024
কাশ্মীরের পথে বাঙালি কন্যের দোকান

দুধপথরির একমাত্র বাঙালি মহিলা দোকানদারের দিনযাপনের গল্প।
  বিশদ

30th  November, 2024
বাড়িতে আপনার শিশু নিরাপদ তো!

বাচ্চার উপর শারীরিক বা মানসিক নির্যাতন হলে বাবা মা কীভাবে আইনি সাহায্য পেতে পারেন? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ আইনজীবী সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। বিশদ

30th  November, 2024
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলা এসপিজি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাঁটছেন। পিছনে ছায়ার মতো এক মহিলা কমান্ডো। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওই মহিলা। এমন একটি ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে কোনও পেশাতেই যে মেয়েরা আজ পিছিয়ে নেই, এই ছবি তারই প্রমাণ। বিশদ

30th  November, 2024
সুন্দরবনে অসহায় মহিলাদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

২০২০ সাল। কোভিড রোগে আক্রন্ত গোটা পৃথিবী। মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনদিন। লোকজনকে গৃহবন্দি করতে না পারলে মৃত্যু রোধ করা অসম্ভব।  শুরু হল লকডাউন। গোদের উপর বিষফোঁড়ার মতো তার মধ্যেই আমাদের রাজ্যে আছড়ে পড়ল সাইক্লোন উমপুন। বিশদ

30th  November, 2024
আলাদা বেডরুম চাই হোয়াইট হাউসে

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হয়ে বিশ্ব-রাজনীতিতে যতই হইচই ফেলে দিন ডোনাল্ড ট্রাম্প, ঘরের অন্দরে তাঁকে নিয়ে কিন্তু হেলদোল নেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। নির্বাচনে জয়ী হওয়ার পরে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে মেলানিয়াকে দেখা গিয়েছিল ঠিকই। বিশদ

30th  November, 2024
শিশু মিথ্যে বলে? কীভাবে সামলাবেন
 

শৌর্যর স্কুলে আজ গার্জেন কল হয়ছিল। সেখান থেকে ফেরা ইস্তক মা-বাবার কাছে বকুনি খেয়েই যাচ্ছে বেচারা! স্কুলে ভুল বা দোষ করে ফেললে আন্টিদের কাছে মিথ্যে বলছে সে। বাড়িতেও কারণে অকারণে মিথ্যে বলে ফেলছে মাঝেমধ্যেই। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ওর মা-বাবার।  বিশদ

23rd  November, 2024
ভরসা যখন হোমিওপ্যাথি

হোমিওপ্যাথিতে পারিবারিক ঐতিহ্য বহন করে চলেছেন প্রবাদপ্রতিম চিকিৎসক পি ব্যানার্জির পৌত্রী ডাঃ ইশা ব্যানার্জি। বিশদ

23rd  November, 2024
‘বাড়িতে বিয়ের কথা চলছে নাকি?’  প্রশ্ন করে নিন্দার মুখে ভারতীয় সংস্থা

‘বয়স কত? বিয়ে করার পরিকল্পনা চলছে নাকি?’ নিছক আড্ডাছলে দুই বন্ধু বা সহকর্মীর করা প্রশ্ন নয়। বরং এই প্রশ্নের মুখোমুখি হতে হল চাকরির ইন্টারভিউয়ে। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় তরুণী জাহ্নবী জৈন। বিশদ

23rd  November, 2024
হঠাৎ দেখা

তাঁরা দু’জনেই স্পেশাল। দু’জনেরই নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সকলকে ছাড়িয়ে একজনের মাথা আকাশে উঁকি মারে। তিনি রুমেসা গেলিগো। বিশ্বের সবথেকে লম্বা মহিলা। অন্যজন যেন মাটির সঙ্গে কথা বলেন। জ্যোতি আমগে, বিশ্বের সবথেকে বেঁটে মহিলা। বিশদ

23rd  November, 2024
নারীচালিত প্রকল্প প্লাস্টিক ব্যাঙ্ক

প্লাস্টিক বর্জন এখন সারা পৃথিবী জুড়েই এক বড় প্রকল্প। ক্রমশ তার বিভিন্ন উপায় তৈরি করা হচ্ছে। প্লাস্টিক বর্জন জোরদার করতে এক অভিনব প্রয়াস নিয়েছে হৃষীকেশ পুরসভা। ‘প্লাস্টিক ব্যাঙ্ক’ চালু হয়েছে এই তীর্থক্ষেত্রে। এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, আজও ভারতবাসী তীর্থের টানে এক জায়গা থেকে অন্যত্র যান। বিশদ

23rd  November, 2024
একনজরে
প্রতি বিঘায় আলু চাষের খরচ পাঁচ-ছ’হাজার টাকা বেড়ে গিয়েছে। অথচ চাষিরা মাঠে দাম পাচ্ছেন না। ফায়দা লুটছে একশ্রেণির ব্যবসায়ী। সেকারণে আলু চাষের প্রতি উৎসাহ হারাচ্ছেন ...

মহারাষ্ট্রে বিধানসভা ভোট মেটার পর থেকেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলছে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি। নির্বাচনে অর্থ-ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছিলেন এনসিপি (এসপি) সুপ্রিমো শারদ পাওয়ার। ...

রিয়ায় পালাবদলের পিছনে রয়েছেন বিদ্রোহী নেতা আবু মহম্মদ আল-জুলানি। বর্তমানে তিনি সিরিয়ার সবথেকে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান। ...

গতবারের তুলনায় এবছর এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে বেশি ধান কিনেছে রাজ্য সরকার। তারপরেও ধান কেনার গতি বাড়াতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস
১৪৮৩: অন্ধকবি সুরদাসের জন্ম
১৬০৮: ইংরেজ কবি জন মিলটনের জন্ম
১৭৫৮: তৎকালিন মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়
১৮৮০: সাহিত্যিক এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম
১৮৮৩: ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়
১৮৯৮: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হল
১৯২৪: কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়
১৯২৭: ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাসের জন্ম
১৯৩২: সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু
১৯৪৬: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্ম
১৯৪৬: অভিনেতা শত্রুঘ্ন সিনহার জন্ম
১৯৮১: মডেল এবং অভিনেত্রী দিয়া মির্জার জন্ম
২০১১: আমরি হাসপাতালে আগুন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৫ টাকা ৮৫.৫৯ টাকা
পাউন্ড ১০৬.১০ টাকা ১০৯.৮৬ টাকা
ইউরো ৮৭.৯১ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
08th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  December, 2024

দিন পঞ্জিকা

২৩ অগ্রহায়ণ, ১৪৩১, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪। অষ্টমী ৪/৪৫ দিবা ৮/৩ পরে নবমী ৫৯/৪৩ শেষরাত্রি ৬/২। পূর্বভাদ্রপদ নক্ষত্র ২১/৫৮ দিবা ২/৫৬। সূর্যোদয় ৬/৯/১৯, সূর্যাস্ত ৪/৪৮/৩৯। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৯/০ গতে ১১/৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ১১/৩ মধ্যে পুনঃ ২/৩৭ গতে ৩/৩০ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে। 
২৩ অগ্রহায়ণ, ১৪৩১, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪। নবমী রাত্রি ৩/১৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১৩। সূর্যোদয় ৬/১১, সূর্যাস্ত ৪/৪৯। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৯/১১ গতে ১১/১৮ মধ্যে এবং রাত্রি ৭/৩৮ গতে ১১/১২ মধ্যে ও ২/৪৭ গতে ৩/৪০ মধ্যে। কালবেলা ৭/৩০ গতে ৮/৫০ মধ্যে ও ২/৯ গতে ৩/৯ মধ্যে। কালরাত্রি ৯/৫০ গতে ১১/৩০ মধ্যে। 
৬ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিদ্রোহীদের দখলে সিরিয়া, রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল হাসাদ

08-12-2024 - 11:53:00 PM

পূর্ব বর্ধমানের কোমরপুর স্টেশনে বড়সড় দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১
রবিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোমরপুর স্টেশনে বড়সড় দুর্ঘটনা। রেলের আণ্ডারপাসের ...বিশদ

08-12-2024 - 11:46:07 PM

মুর্শিদাবাদে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত কিশোর
মুর্শিদাবাদের রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ...বিশদ

08-12-2024 - 11:25:00 PM

ট্রাক্টর উল্টে মৃত্যু যুবকের
ধান ঝাড়াই করে ফেরার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক ...বিশদ

08-12-2024 - 10:57:00 PM

দিল্লিতে গান্ধীনগর পুলিস স্টেশনের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

08-12-2024 - 10:36:34 PM

সিউড়িতে পথ দুর্ঘটনায় প্রৌঢ়ার মৃত্যু
সিউড়ির কড়িধ্যা গ্রামের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রৌঢ়ার। জখম ...বিশদ

08-12-2024 - 10:18:00 PM