Bartaman Patrika
আমরা মেয়েরা
 

তবু কেন কন্যা সম্প্রদান? 

কন্যা সম্প্রদান আজকের যুগে কতটা যুক্তিযুক্ত? বিশ্লেষণ করলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁর মুখোমুখি কমলিনী চক্রবর্তী।

আজ নারী শিক্ষিত। আজ নারী স্বনির্ভর। তবু আজও নারী স্বাধীন নয়। শিক্ষা ও স্বনির্ভরতা তাহলে নারীকে পূর্ণ স্বাধীনতা দিতে ব্যর্থ! সনাতন প্রথামতে আজও তাই বিবাহের মন্ত্রে কন্যাকে সম্প্রদান করা হয় পাত্রের কাছে। অর্থাৎ পিতার কাছ থেকে নারী চলে যায় স্বামীর দায়িত্বে। আগেকার দিনে এই রীতি যদি বা সমর্থন করা যেত, এখন তো তা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। তবু প্রথাগত বিবাহের এই দিকটি নিয়ে ততটা প্রশ্ন ওঠে কি আমাদের সমাজে? মেয়েরাও কি এই নিয়ে আদৌ ভাবে? আজকের আধুনিক সমাজে কন্যা সম্প্রদান কি সত্যিই প্রয়োজনীয়? সাক্ষাৎকারে এমনই নানা প্রশ্নের উত্তর দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা তথা মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।
 আজকের আধুনিক সমাজেও কি কন্যা সম্প্রদান প্রথা যুক্তিযুক্ত?
 প্রথমেই বলে রাখি, বিয়েতে কন্যা সম্প্রদানের প্রথা বৈদিক যুগে ছিল না। পরবর্তীকালে নারী যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে শুরু করে, বাল্য বিবাহের রীতি যবে থেকে প্রচলিত হয়ে ওঠে আমাদের সমাজে, তবে থেকেই কন্যা সম্প্রদান প্রথাও চালু করা হয়। এক্ষেত্রে প্রথার পক্ষে বা বিপক্ষে কিছু বলার আগে সমাজের একটা চিত্র কল্পনা করে নেওয়া দরকার। তখন মেয়েদের আট-নয় বছরে বা তার চেয়েও ছোট বয়সে বিয়ে দেওয়া হতো। স্বামীটি কিন্তু সেই তুলনায় বয়স্ক। কলেজে পাঠরত তো বটেই, অনেকক্ষেত্রে আবার চাকরিও করে। বয়সের এই বিপুল ফারাকে স্বামী যে তার ছোট স্ত্রীয়ের দায়িত্ব নেবে সেটাই তো স্বাভাবিক। আর না নিলেও তো চলবে না, আট বছরের বালিকা কি নিজের দায়িত্ব নিতে পারে? এই অবস্থায় বাবার হাত থেকে মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া বা সম্প্রদান করার রীতি সমর্থনযোগ্যই বটে। কিন্তু ক্রমশ সমাজ বদলেছে। বাল্য বিবাহের রীতি আজ আর প্রচলিত নয়। মেয়েরাও এখন শিক্ষিত ও স্বনির্ভর। সেক্ষেত্রে আজকের দিনে কন্যা সম্প্রদান যে নেহাতই অমূলক তা বলাই বাহুল্য।
 সমাজের চোখে মেয়েরা কি তবে দানের বস্তু?
 একেকটা সময় একেকরকমভাবে মানুষের মূল্যায়ন করে। আর সময় যত পালটায়, মানুষের চিন্তাধারাও ততই বদলায়। তবে কন্যাকে সম্প্রদান করার অর্থ কখনওই দান নয়, বরং কন্যার ভার বা দায়িত্ব পিতার হাত থেকে স্বামীর হাতে সমর্পণ। এই ভার তুলে দেওয়া বা দায়িত্ব অন্যকে সমর্পণ করার রীতি কারও অপছন্দ হতেই পারে। তাই বলে এটা ধরে নেওয়া ঠিক নয় যে কন্যাকে সম্প্রদান করা হতো বলেই তাকে সমাজ দানের বস্তু হিসেবে দেখত। আর এখন তো সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছে। কন্যাকে দানের বস্তু হিসেবে দেখা হলে ঘরে ঘরে কন্যাই একমাত্র সন্তান হতে পারত কি?
 নারীকে কি কখনও বাবা, কখনও স্বামী, কখনও বা পুত্রের অধীনে বলেই মনে করা হয়?
 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় মনোভাব অনুযায়ী এখনও নারীর ওপরেই সংসার সামলানোর দায়িত্ব বর্তায়। আগে মেয়েরা শুধুই অন্দরমহলের বাসিন্দা ছিলেন। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা নিয়েই ছিল তাঁদের জীবন। সেই সময় নারীকে রক্ষা করার দায়িত্ব ছিল পুরুষের কাঁধে। এখন আর তেমন পরিস্থিতি নেই। মেয়েরা শিক্ষিত তো বটেই, অনেকক্ষেত্রেই স্বনির্ভরও। তবু সংসার পালনের মূল দায়িত্ব কিন্তু আজও মেয়েদের ওপরেই পড়ে। আর ছেলেরাও এখনও দায়িত্ব নেওয়ার অভ্যাসটা ঝেড়ে ফেলতে পারেনি। তাই সমাজ আজও নারীর অরক্ষিত রূপের সঙ্গেই অভ্যস্ত। আমাদের সমাজ এখনও ততটা উদার হতে পারেনি। তাই মেয়েরাও সম্পূর্ণ স্বাধীনতা পায়নি। এখনও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। আজও মেয়েদের পুরুষরূপী রক্ষাকর্তার প্রয়োজন হয়। তাই এই উন্নততর সমাজে আজও নারী কখনও বাবা, কখনও স্বামী আর কখনও ছেলের অধীনে।
 হিন্দুধর্ম মতে বিবাহে কি কন্যা সম্প্রদান আবশ্যিক?
 হ্যাঁ। গতানুগতিক ধারা অনুযায়ী এই প্রথা আবশ্যিক। তবে হিন্দুধর্ম মতে বিয়ের অনুষ্ঠানে বদল আনা উচিত বলেই আমার মনে হয়। কারণ বৈদিক যুগেও তো হিন্দুধর্ম মতেই বিবাহ হতো এবং তাতে কন্যা সম্প্রদানের রীতি ছিল না। তাহলে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে কেন সম্প্রদান আবশ্যিক হবে? তবু আজও পুরোহিতরা মধ্যযুগীয় বিবাহপ্রথাকেই মেনে চলতে ভালোবাসেন। তাই গতানুগতিকতা বজায় রেখে কন্যা সম্প্রদান বিয়ের অঙ্গ হিসেবে চলছে, চলবে।
 প্রথাগত বিবাহে বদল আনার জন্য আপনি কতটা ও কীভাবে সচেষ্ট?
 আমি একা নই, আমাদের চারজনের একটি দল রয়েছে। নাম শুভমস্তু। আমরা সনাতন বৈদিক প্রথা অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করি। কিছু মন্ত্র ও কিছু গানের মধ্য দিয়ে পাত্রপাত্রীর চার হাত এক হয়। আমাদের দলে আমি ছাড়া আরও যাঁরা আছেন তাঁরা হলেন রুমা, সেমন্তী ও পৌলমী।
আমরা কেউই পদবি ব্যবহার করি না। জাতপাতের বিভেদ এড়ানোর জন্যই পদবি বর্জন। রুমা আর আমি দু’জনেই সংস্কৃতের ছাত্রী। মন্ত্র পড়ার দায়িত্ব আমাদের। সেমন্তী আর পৌলমী সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথের গান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। কিছু আচার আমরা বাদ দিয়েছি। কন্যা সম্প্রদান, কনকাঞ্জলি আমাদের বিবাহ প্রথার অঙ্গ নয়। তাছাড়া বিয়ের অনষ্ঠানে যে শুধুই এওস্ত্রীরাই অংশ নিতে পারবেন, বিধবারা বাদ পড়বেন তাও আমরা মনে করি না। ‘শুভমস্তু’তে আমরা মনে করি বিবাহ নামক পুণ্য অনুষ্ঠানকে আনন্দময় করে তুলতে সকলের সমবেত উপস্থিতি জরুরি। তাছাড়া বিয়েতে আমরা পাত্র ও পাত্রী এবং তাদের পরিবারকে একই আসনে বসাই। বর ও কনের মায়ের উপস্থিতিও আমাদের বিবাহ অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ।
 হিন্দু নিয়মগুলো ভাঙার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন?
 যা-ই নতুন, তাকেই বিভিন্ন বাধা অতিক্রম করে আসতে হয়। আমাদেরও হয়েছে। প্রথমদিকে লোকে আমাদের নিয়মগুলো মেনে নেননি। তবে ক্রমশ সময় পাল্টাচ্ছে, লোকের চিন্তাধারা বদলাচ্ছে। এখন পাত্র ও পাত্রী আমাদের এই নতুন ধরনের বিবাহ প্রথা দেখে মুগ্ধ হচ্ছেন এবং আমরা ক্রমশ সমাজে গৃহীত হচ্ছি।
 মধ্যযুগীয় হিন্দু বিবাহে বদল আনা দরকার এমনটা মনে হল কেন?
 অধ্যাপনা করতে গিয়ে প্রথম এই ভাবনাটা মনে এসেছিল। নতুন প্রজন্মকে ঘাঁটতে ঘাঁটতে, তাদের চিন্তা ভাবনার সঙ্গে মিশতে মিশতে দেখেছিলাম তারা বিভিন্ন প্রথার দিকে আঙুল তুলছে, তা নিয়ে প্রশ্ন করছে। তখনই মনে হয়েছিল মধ্যযুগীয় প্রথাগুলোর বদল দরকার। আর সেই বদলের জন্য আমাদের খুব একটা দূরে যেতে হয়নি। একটু পিছিয়ে গিয়ে বৈদিক বিবাহ প্রথাগুলো ঘেঁটে দেখলাম তা অনেক উন্নত। তখনই এই প্রথায় বিয়ে দেওয়ার কথা মনে হল। তারপর আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দল গড়ে উঠল। বছর তিনেক আমরা সক্রিয়ভাবে কাজ শুরু করেছি।
 কন্যা সম্প্রদান ব্যতীত বিবাহ পাত্র ও পাত্রীর বাড়িতে কতটা গৃহীত?
 পাত্র ও পাত্রী দু’জনেই এই নতুন প্রথাকে মুক্তহস্তে আলিঙ্গন করেছে। তাদের বাড়ির লোকেরাও অনেকেই উদারভাবে এই প্রথা মেনে নিচ্ছেন। আর আজকের মেয়েরা যে বাবার হাত থেকে স্বামীর হাতে সমর্পিত হতে চায় না তা তো বলাই বাহুল্য।
ছবি: শুভমস্তুর সৌজন্যে  
18th  January, 2020
আগামী আলোর খোঁজে

শিক্ষার রেশ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে চান এই মহিলারা। মেয়েদের হাতে বইখাতা তুলে দেওয়ার যে কাজ তাঁরা শুরু করেছিলেন তা এখন সামগ্রিক শিক্ষা প্রসারের প্রয়াস হয়ে দাঁড়িয়েছে। এমনই কয়েকজন মহিলার কথায় কমলিনী চক্রবর্তী। বিশদ

27th  May, 2023
নকশায়
বাংলার মুখ

ছোট থেকেই ছবি আঁকার প্রবণতা ছিল তৃণা মুখোপাধ্যায়ের। সেই থেকেই ডিজাইনিংয়ের দিকে ঝুঁকেছিলেন তিনি। হাতে আঁকা জিনিসপত্র বানানোই তাঁর নেশা ও পেশা। তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘ব্যাগ অব বং’ শুরু হয় লকডাউনের সময়। বিশদ

27th  May, 2023
চন্দননগর কলেজের
দিশা মেলা

চন্দননগর কলেজের এনএসএস শাখা ও সংবেদ-চন্দননগর উভয়ের সম্মিলিত প্রয়াসে বর্তমান শিক্ষাবর্ষে (২০২২-২০২৩) প্রান্তিক মানুষের সহায়তায় ধারাবাহিকভাবে যে কাজগুলি ঘটে চলেছে, তারই একটি  দিশা মেলা। এই মেলা সম্প্রতি চন্দননগর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রান্তিক মায়েদের আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যেই মেলার আয়োজন। বিশদ

27th  May, 2023
পা চালিয়ে সুস্বাস্থ্যের
লক্ষ্যে পিঙ্কাথন

ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি শামিল মহিলারাও। তাঁদের এই ম্যারাথনের নাম পিঙ্কাথন। কেমন সেই দৌড়? কী-ই বা তার উদ্দেশ্য? বিস্তারিত খবরে কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  May, 2023
এখন মেয়েরা

থ্রিলোফিলিয়া। ভ্রমণপ্রিয় লোকেদের কাছে এই নামটি বেশ পরিচিত। ভ্রমণ সংক্রান্ত যাবতীয় বুকিং করার অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম এই থ্রিলোফিলিয়া। অনলাইন মাধ্যমটি গড়ে তুলেছেন এক মহিলা। নাম চিত্রা গুরনানি দাগা। বিশদ

20th  May, 2023
নিশ্চিন্ততার 
আশ্রয়

মাদার্স ডে-র ঠিক আগেই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানাল আধুনিক প্রজন্ম। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনটির গুরুত্ব বিশ্লেষণ করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

13th  May, 2023
ছায়া সুনিবিড়

যে পথেই মাতৃত্ব আসুক, তাঁরা মা— এটাই একমাত্র পরিচয় তাঁদের। অনিন্দিতা সর্বাধিকারী ও শ্রেয়া পাণ্ডের কথা লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

13th  May, 2023
সারা বছরই মায়ের চাই সঠিক যত্ন

‘মাতৃত্ব এক এক জনের জীবনে এক এক রকমভাবে আসে। প্রতিটি মায়ের অনুভূতি আলাদা। কিন্তু মাতৃত্ব সব মায়ের কাছেই বিশেষ এক স্বাদ বহন করে। মেয়েদের জীবনে সম্পূর্ণতা নিয়ে আসে মাতৃত্ব’, জানালেন গাইনকোলস্টি ডাঃ মঞ্জরী চট্টোপাধ্যায়। বিশদ

13th  May, 2023
চলতি কা নাম গ্যারেজ

গাড়ি সারানোর পেশায় নিজেদের দক্ষতা প্রমাণ করছেন মহিলারা। আমাদের দেশের বিভিন্ন শহরে সম্প্রতি চালু হয়েছে মহিলাচালিত গ্যারাজ। বিশদ

06th  May, 2023
এখন মেয়েরা

মধ্যপ্রদেশের কিরণ গোন্দের বয়স ২৯। শান্ত স্বভাবের মেয়েটির বাস পান্নার জঙ্গলের ঠিক বাইরে। বন্য পশু শিকার তাদের পারিবারিক পেশা ছিল। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে হাতের কাজ শিখে সেটাকেই উপার্জনের মাধ্যম করে তুলেছেন কিরণ। বিশদ

06th  May, 2023
নারীর শ্রমের হিসেব রাখে কে

সামনেই শ্রমদিবস। তার প্রাক্কালে এমন কিছু মহিলার জীবন সংগ্রামের কথা থাকছে যাঁরা শ্রমজীবী। তাঁদের লড়াই কতটা কঠিন? জানালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

29th  April, 2023
বয়স তো একটা সংখ্যা মাত্র

খাতায় কলমে বয়স যতই বাড়ুক, মনের বয়স বাড়তে দেবেন না। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে মহিলাদের এই দর্শন মেনে চলা খুবই জরুরি। তাতে নাকি মহিলারা জীবনের সম্পূর্ণ রস উপভোগ করতে পারবেন। এই মতেই বিশ্বাসী মার্কিন প্রতিরক্ষাকর্মী ক্যাথি মহম্মদ। বিশদ

29th  April, 2023
পুরাতনী গানে দেবলীনা

বাংলা নতুন বছরকে কেন্দ্র করে সব বাঙালি মেতে ওঠে নিখাদ বাঙালিয়ানায়। এইসময় বাঙালি লুচি-বেগুনভাজা দিয়ে প্রাতঃরাশ করে, ধুতি-পাঞ্জাবি বা আটপৌরে শাড়ি পরে পঞ্চব্যঞ্জনে সুসজ্জিত বাঙালি খাবার খেয়ে হালখাতা করতে বেরয়। তবে নববর্ষের দিনটা পেরিয়ে গেলেও নতুন বছরের আমেজ থাকে বৈশাখ মাস জুড়ে। বিশদ

29th  April, 2023
ঘরকন্নার টুকিটাকি

আসবাব চকচকে রাখতে অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ দিয়ে ঘষুন। তারপর নরম কাপড় দিয়ে মুছে নিন। বিশদ

29th  April, 2023
একনজরে
ডিএলএড কোর্সে ভর্তি নিয়ে ফের জটিলতা দেখা দিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ। ...

মামুলি একটা জুয়ার ঠেক। তবে, আর পাঁচটা ঠেকের চেয়ে একটু আলাদা। আসর বসে কখনও বিলাসবহুল হোটেলে। আবার কখনও পার্কের কটেজে। গোপন সূত্রে খবর পেয়ে সেই ঠেকে পুলিস হানা দিতেই চিচিংফাঁক। ...

চলতি অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকার চালু করেছে নয়া সঞ্চয় প্রকল্প মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পে সঞ্চয় করলে টিডিএস বা উৎসমূলে কর কাটা হবে না বলে জানাল ডাক বিভাগ। ...

পার্ক দ্য প্রিন্সেসের অন্দরে গুঞ্জনটা ভাসছিল অনেক আগে থেকেই। বৃহস্পতিবার তাতে শিলমোহর পড়ল। শনিবার পিএসজি জার্সিতে শেষবারের জন্য খেলতে নামবেন লায়োনেল মেসি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। মানসিক অস্থিরতা আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। অর্থাগম ভালো হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

তেলেঙ্গানা গঠন দিবস
১৮০৬: ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়
১৮৮৯: লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন
১৮৯৬: বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি
১৯০৮: কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন
১৯২৪: আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ
১৯৩৬: স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি জামশেদ জে ইরানির জন্ম
১৯৪৭: লর্ড মাউন্টব্যাটেনের ভারতকে দ্বিখণ্ড করার পরিকল্পনা মেনে নিল কংগ্রেস ও মুসলিম লিগ
১৯৬৫: অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়ার জন্ম
১৯৭৫: বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর মৃত্যু
১৯৮৭: বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহার জন্ম
১৯৮৮: অভিনেতা ও নির্দেশক রাজ কাপুরের মৃত্যু
১৯৮৯: অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের জন্ম
১৯৯১:  বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীর মৃত্যু
২০১১: গায়ক অমৃক সিং আরোরার মৃত্যু
২০১১: বিশিষ্ট সংবাদ পাঠক তথা আবৃত্তিকার তথা বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০১৪: অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়
ইতিহাসে আজকের দিনে

তেলেঙ্গানা গঠন দিবস
১৮০৬: ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়
১৮৮৯: লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন
১৮৯৬: বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি
১৯০৮: কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন
১৯২৪: আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ
১৯৩৬: স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি জামশেদ জে ইরানির জন্ম
১৯৪৭: লর্ড মাউন্টব্যাটেনের ভারতকে দ্বিখণ্ড করার পরিকল্পনা মেনে নিল কংগ্রেস ও মুসলিম লিগ
১৯৬৫: অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়ার জন্ম
১৯৭৫: বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর মৃত্যু
১৯৮৭: বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহার জন্ম
১৯৮৮: অভিনেতা ও নির্দেশক রাজ কাপুরের মৃত্যু
১৯৮৯: অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের জন্ম
১৯৯১:  বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীর মৃত্যু
২০১১: গায়ক অমৃক সিং আরোরার মৃত্যু
২০১১: বিশিষ্ট সংবাদ পাঠক তথা আবৃত্তিকার তথা বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০১৪: অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ:  কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। বৃষ: পেশার প্রসার। মিথুন: বিদ্যা আর অর্থভাগ্য শুভ। কর্কট: ছোট ...বিশদ

07:59:00 AM

ইতিহাসে আজকের দিনে
তেলেঙ্গানা গঠন দিবস ১৮০৬: ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল ...বিশদ

07:55:00 AM

কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে মোমবাতি হাতে ফের রাজপথে মমতা
রাজধানীর যন্তর মন্তরের উত্তাপের আঁচ ফের আছড়ে পড়ল কলকাতার রাজপথে।  ...বিশদ

01-06-2023 - 05:51:00 PM

চন্ডীপুর থেকে নন্দীগ্রামের রাস্তা ধরলেন অভিষেক

01-06-2023 - 03:53:38 PM

চণ্ডীপুর থেকে শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা পদযাত্রা

01-06-2023 - 03:44:21 PM

৬ লক্ষ টাকার মাদকসহ দুই পাচারকারীকে ধরল হেয়ার স্ট্রিট থানা
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ির পথ আটকায় ...বিশদ

01-06-2023 - 03:42:18 PM