উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
উপকরণ: স্প্যাগেটি ৮০ গ্রাম, রসুনকুচি ১ টেবিল চামচ, গোটা শুকনো লঙ্কা ২টো, পার্সলে পাতাকুচি ১ টেবিল চামচ, পারমেসিয়ান চিজ ২ টেবিল চামচ, সানড্রায়েড টম্যাটো ১টা, কালো অলিভ কুচিয়ে কাটা ৪টে।
পদ্ধতি: স্প্যাগেটি সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। তারে অল্প তেল আর পার্সলে পাতা কুচি মিশিয়ে রাখুন। কড়ইেতে অলিভ অয়েল নিয়ে ঢিমে আঁচে তা গরম করে নিন। তাতে রসুনকুচি দিয়ে ভাজুন। এরপর শুকনো লঙ্কা দিন। সুগন্ধ বেরলে সান ড্রায়েড টম্যাটো দিয়ে ভাজুন। এরপর কালো অলিভ মেশান। ঢিমে আঁচে মিনিট দুয়েক রান্না করুন। সব শেষে স্প্যাগেটি সেদ্ধ মেশান। সবটা একসঙ্গে নেড়ে নিন। এরপর ১ চামচ পারমেসান চিজ স্প্যাগেটিতে মেশান। নুন ও মরিচ গুঁড়ো দিন। ওপর থেকে চিলি ফ্লেকস ছড়িয়ে নামিয়ে নিন। আঁচ থেকে নামিয়ে প্লেটে সাজানোর পর ওপর থেকে অল্প পার্সলে পাতাকুচি ও বাকি পারমেসান চিজটা ছড়িয়ে দিন। গার্লিক ব্রেড সহযোগে পরিবেশন করুন।
উপকরণ: এসপ্রেসো কফি ১টা শট গ্লাস ভর্তি, গোল করে কাটা ফিলটার পেপার ১টা, বরফ প্রয়োজন মতো, গ্রেনেডাইন সিরাপ ১০ গ্রাম, অরেঞ্জ জুস ১০০ গ্রাম।
পদ্ধতি: বরফের টুকরোগুলো থেকে কয়েকটা নিয়ে একটা মোটা কাপড়ের ভেতর ভরে তা মুড়িয়ে নিন। এবার ওপর থেকে হাতুড়ি দিয়ে মেরে বরফ কুচি করে নিন। একটা লম্বা গ্লাসের নীচে এই বরফ কুচি ভরে দিন। এরপর গ্রেনেডাইন সিরাপ ঢালুন। তাতে অরেঞ্জ জুস মেশান। এরপর শট গ্লাসের এসপ্রেসো কফি ঢেলে দিন ফিলটার পেপারের ভেতর দিয়ে। খেয়াল রাখবেন যেন সব গুলো মিশে না যায়। প্রতিটি স্তর আলাদা আলাদা করে বোঝা যাওয়া দরকার। এই অবস্থায় একদম ওপর থেকে বরফের টুকরো সাজিয়ে পরিবেশন করুন।