উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
ভিভান্তায় দেওয়ালি হ্যাম্পার
ভিভান্তা হোটেলে দেওয়ালি উপলক্ষে নানারকম মেনু ও হ্যাম্পার পাবেন। মেনুতে রয়েছে লিকার ফিলড চকোলেটের বাক্স ৩০০ টাকা থেকে ৫৫০ টাকা। ম্যাকারুনের বাক্স ৩৫০ টাকা, বেকড বাকলাভার বাক্স ৪৫০ টাকা, আমন্ড চিজ স্ট্র বক্স ৩০০ টাকা। এছাড়াও গিফট হ্যাম্পারের মধ্যে রয়েছ নানা রকম ১৮০০, ৩৫০০ ও ৭০০০ টাকায় পাবেন অন্যান্য হ্যাম্পার।
ফ্রাইডে রিলিজ রেস্তরাঁয় দেওয়ালি মেনু
আগামী ৩০ অক্টবর পর্যন্ত ফ্রাইডে রিলিজ রেস্তরাঁয় পাবেন দেওয়ালি স্পেশাল মেনু। এই মেনুতে মিষ্টির প্রাধান্য নজর কাড়া। শেফের অভিমতে মেনু ঠিক করতে চাইলে হাত বাড়াতে পারেন শাহি টুকরা, নলেন গুড়ের পায়েস, গাজরের হালুয়া, রস মালাইয়ের দিকে।
স্কাইলাউঞ্জে ভাইফোঁটার মেনু
আগামী ২৯ ও ৩০ অক্টোবর স্কাই লাউঞ্জ রেস্তরাঁয় পাবেন ভাইফোঁটার বিশেষ মেনু। রুফ টপ এই রেস্তরাঁয় ভাইকে খাওয়াতে চাইলে বিশেষ মেনুর মধ্যে রয়েছে গ্রিলড চিকেন বারগার, ভেজ অ্যাগলিওলিও, গার্ডেন সারপ্রাইজ পিৎজা, চিজি ফ্রাই, অরেঞ্জ ক্যারট ফেনেল স্যুপ, ওয়াটার মেলন ফেটা চিজ স্যালাড, চকোলেট সিগার ইত্যাদি।
আওয়াধ ১৯৫০তে দেওয়ালি স্পেশাল
আওয়াধ ১৫৯০-র দেওয়ালি স্পেশাল মেনু পাবেন ২৯ অক্টোবর পর্যন্ত। মেনুতে রয়েছে শিক কাবাব, গুলাওটি কাবাব, আওয়াধি সুগন্ধি মাহি, জাফরানি কাবাব, কোলমি কাবাব, রান বিরিয়ানি,গোস্ত মেটিয়াবুরুজ বিরিয়ানি, ঝিঙ্গা বিরিয়ানি, ব্রেন মশলা, মুর্গ ইরানি, মুর্গ রেজালা, গোস্ত ভুনা, মাহি কালিয়া, পনির কোরমা, আওয়াধি দম আলু, শাহি টুকরা ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১২০০ টাকা। কর অতিরিক্ত।
চ্যাপ্টার ২-তে ভাইফোঁটা স্পেশাল মেনু
ভাইফোঁটায় এবার একটু ভিন্ন স্বাদের মেনুতে ভোজন সারতে চান? তাহলে চলুন চ্যাপ্টার ২ রেস্তরাঁয়। এখানে বিশেষ মেনুতে পাবেন ক্রিম অব চিকেন স্যুপ, ক্রিম অব টম্যাটো স্যুপ, প্রন অন টোস্ট, স্প্যাগেটি ইন টম্যাটো স্যস, আইরিশ ল্যাম্ব স্টু, হার্ব রাইস, ডেভিলড ক্র্যাব, অ্যাসপারাগাস অ্যান্ড মাশরুম রিসোতো, প্রন ককটেল, ক্যারামেল কাস্টার্ড ইত্যাদি। এই মেনু পাবেন ২৬ থেকে ২৯ অক্টোবরত পর্যন্ত।
প্রিন্সটন ক্লাবে মাছ উৎসব
কলকাতার প্রিন্সটন ক্লাবে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে মাছ উৎসব। মাছের দেশি ও বিদেশি মেনু পাওয়া যাবে এই উৎসবে। লাঞ্চ ও ডিনার মেনুতে থাকবে বিশেষ এই উৎসবের আয়োজন। দুপুর ১২টা থেক ৩টে পর্যন্ত লাঞ্চ। আর ডিনার পাবেন সন্ধে ৭টা থেকে ১০.৩০ টা পর্যন্ত।