আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
উপকরণ: বোনলেস চিকেন ১ কাপ, মজরেলা চিজ প্রয়োজন মতো, চিজ কিউব ২টো, বেলপেপার কিছুটা, পেঁয়াজ অল্প, অরিগেনো চা চামচ, চিলিফ্লেক্স চামচ, গোলমরিচের গুঁড়ো চা চামচ, তেল প্রয়োজন মতো, আটা ২ কাপ, নুন স্বাদ মতো, পিৎজা স্যস ৪ চা চামচ, অনিয়ন পাউডার চা চামচ।
প্রণালী: আটা মেখে পরোটা বানিয়ে নিন। এবার একটা প্যানে অল্প তেল দিয়ে চিকেনের পাতলা পাতলা স্লাইস করে ভাজুন। নুন, অরিগেনো, গোলমরিচ, অনিয়ন পাউডার সব দিয়ে ভাজা ভাজা করুন। এবার একটা পরোটা নিয়ে ওপরে পিৎজা স্যস মাখিয়ে চিকেন, পেঁয়াজকুচি, ক্যাপসিকামকুচি, চিজ কিউব ও মজরেলা গ্রেট করে দিন ওপরে চিলি ফ্লেক্স ও অরিগেনো দিয়ে প্রিহিট অাভেনে ১০ মিনিট বেক করুন। পরোটাটা মুচমুচে হলে নামিয়ে গরম গরম সার্ভ করুন।
পনির পরোটা পিৎজা
উপকরণ: আটা ২ কাপ, নুন স্বাদ মতো, তেল প্রয়োজন মতো, পেঁয়াজ ডুমো করে কাটা ১টা, ক্যাপসিকাম কুচানো ২ চা চামচ, গোলমরিচের গুঁড়ো চা চামচ, সুইট কর্ন ২ চা চামচ, গ্রেটেড পনির ১ কাপ, পিৎজা স্যস ৪ চা চামচ, অরিগেনো চা চামচ, চিলিফ্লেক্স ১ চা চামচ, মজরেলা চিজ প্রয়োজন মতো।
প্রণালী: নুন, তেল ও জল দিয়ে আটা মেখে নিন। ঘণ্টা ভেজা কাপড় দিয়ে তা ঢেকে রাখুন। এবার গোল পরোটা বেলে নিন। একটা পরোটার মধ্যে পিৎজা স্যস লাগিয়ে নিয়ে গ্রেটেড পনির, অরিগেনো, চিলি ফ্লেক্স ও সামান্য মজরেলা চিজ গ্রেট করে দিন। এবার আরও একটা পরোটা এই পরোটার ওপর চাপা দিন। সামান্য জল লাগিয়ে ফর্কের সাহায্যে বন্ধ করে দিন প্যানে তেল দিয়ে ভেজে তুলুন। এরপর পরোটার ওপর সামান্য পিৎজা স্যস মাখিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন, অরিগেনো, চিলিফ্লেক্স, গ্রেটেড মজরেলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রিহিট করা অাভেনে ৪ মিনিট বেক করুন। ইচ্ছে মতো কেটে গরম গরম সার্ভ করুন।
পরোটা ভেজি পিৎজা
উপকরণ: আটা ২ কাপ, নুন স্বাদ মতো, ক্যাপসিকাম সরু করে কাটা ১টা, পেঁয়াজ ডুমো করে কাটা ১টা, সুইট কর্ন ২ চা চামচ, ব্লাক অলিভ ২ চা চামচ, টম্যাটো পিউরে ১ কাপ, টম্যাটো কেচাপ কাপ, চিলিফ্লেক্স ১ চা চামচ, রসুনকুচি ২ চা চামচ, চিনি কয়েকটা দানা, পেঁয়াজকুচি ১টা বড়, কাশ্মীরী লঙ্কাগুঁড়ো ১ চা চামচ, বেলপেপার অল্প, তেল প্রয়োজন মতো, মজরেলা চিজ প্রয়োজন মতো, প্রসেসড চিজ কিছুটা।
প্রণালী: প্রথমে আটা তেল ও নুন দিয়ে মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘণ্টা। এবার একটা প্যানে চা চামচ তেল দিয়ে রসুনকুচি সামান্য ভেজে পেঁয়াজকুচি দিয়ে আরও একটু ভাজুন। এবার টম্যাটো পিউরে দিয়ে দিন, একটু ভেজে চিলিফ্লেক্স, নুন, ওরিগ্যানো, চিনি, টম্যাটো কেচাপ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এবার আটা মাখাগুলো একটা একটা পরোটা বানিয়ে ফেলুন। অাভেন প্রিহিট করুন ১৮০° সেন্টিগ্রেডে ১৫ মিনিট। পরোটার ওপর এই পিৎজা স্যস মাখিয়ে নিন সব সবজি ও চিজ গ্রেট করে দিন। ওরিগ্যানো ও চিলিফ্লেক্স ছড়িয়ে অাভেনে দিন ৫-৭ মিনিট। বের করে গরম গরম সার্ভ করুন।
চিজ বার্স্ট পিৎজা পরোটা
উপকরণ: আটা ২ কাপ, নুন স্বাদ মতো, মজরেলা চিজ প্রয়োজন মতো, পিৎজা স্যস ৬ চা চামচ, চিজ স্প্রেড ৩ চা চামচ, স্লাইস চিজ ১টা, ওরিগ্যানো চা চামচ, চিলিফ্লেক্স চা চামচ, তেল প্রয়োজন মতো।
প্রণালী: আটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। একটা পরোটা বেলে ওর ওপর পিৎজা স্যস মাখিয়ে একটা চিজের স্লাইস দিন, অরিগেনো দিন। এবার চিজ স্প্রেড দিয়ে ভালো করে মাখিয়ে দিন। আরও একটা পরোটা বেলে ওর ওপর চাপা দিয়ে সারকেলটা ভালো করে বন্ধ করে দিন এবার প্যানে ভেজে তুলুন। এবার আবার পিৎজা স্যস পরোটার ওপর দিয়ে মজরেলা চিজ গ্রেট করে দিন ও চিলিফ্লেক্স দিন। প্রিহিট করা অাভেনে ৭ থেকে ১০ মিনিট বেক করুন ১৮০° সেন্টিগ্রেডে অাভেন থেকে বের করে ইচ্ছে মতো কেটে টম্যাটো স্যসের সঙ্গে পরিবেশন করুন।