উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
কবি ভাস্কর চক্রবর্তী লিখেছিলেন, ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’ কিন্তু আবহাওয়ার যা মতিগতি, তাতে শীতকাল আর কতদিন থাকবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ছুঁতে না ছুঁতেই শীত বিদায় সমাগত প্রায়। এমনই হালকা শীতের জন্য আদর্শ স্টোল এবং শ্রাগ। শুধু শীত নয়, যাঁরা অফিসের ঠান্ডা ঘরে বসে কাজ করেন তাঁদের কাছেও এসির কাঁপুনি থেকে বাঁচতে সহায় এই দুই হালকা পোশাক। অনলাইন হোক বা শহরের চেনা কোনও দোকান, নানা রঙের প্রিন্টেড মোটিফের শ্রাগ কিংবা স্টোল আপনার মন ভোলাবেই। আর সেগুলো ঘুরিয়েফিরিয়ে বিভিন্ন পোশাকের সঙ্গে নানা কায়দায় পরলে আপনি হয়ে উঠবেন অনন্যা। পুরুষরা দুঃখ পাবেন না! আজকাল রকমারি স্টোল ঘাড়ের কাছে ফেলে পাঞ্জাবি বা কুর্তায় ফ্যাশনেবল হয়ে উঠতে পারেন আপনারাও।
মেয়েদের অনেকেই আজকাল স্টোলকে প্রথমে চাদরের মতো ঘাড়ের কাছে ফেলে স্টোলের শেষ প্রান্ত দু’টো বেঁধে নেন পিছন দিকে। সামনের দিকে টেনে নেন বাকি অংশটা। সেটা তখন দেখতে হয়ে যায় শ্রাগের মতো। স্টাইলও হল, আরামও। এটা সবচেয়ে সাধারণ উপায় বললাম। স্টোলের বিভিন্ন অংশ বেঁধে কতরকম শ্রাগ বানানো যায়, ইচ্ছে হলেই দেখে নিতে পারেন ইউটিউবে। পেয়ে যাবেন বেশ কয়েকরকম স্টাইলের হদিশ। আর সেগুলো ট্রাই করতে করতে আপনিও নিজের মতো কায়দা খুঁজে বের করতে পারেন। স্টোলটা গলার কাছে বো-এর মতো বেঁধে নিয়েও আনতে পারেন অন্য লুক। লং কার্ডিগান বা জ্যাকেটের সঙ্গে অপূর্ব মানাবে। যদি কোনও ড্রেস পরেন, তখন ঘাড়ের পিছন থেকে সামনে এনে অসমানভাবে গায়ের কাছে ফেলে রাখুন স্টোল। তারপর কোমরে পরে নিন একটা সরু বেল্ট, এলিগ্যান্ট লুক আসবে।
শীতের পাশাপাশি অন্যান্য ঋতুতেও মানানসই অ্যাক্সেসরি শ্রাগ। এই সময়ে বেছে নিতে পারেন একটু ভারী ধরনের শ্রাগ। এগুলো অনেক সময় ক্রপড শেপেও পাওয়া যায়। লং ড্রেসের সঙ্গে ক্রপড শ্রাগ দেখতে ভীষণ স্মার্ট। তবে এগুলো প্রিন্টের তুলনায় সলিড কালার হলেই বেশি আকর্ষণীয় দেখায়। আপনার সাজেও ফুটে ওঠে আভিজাত্য। ক্রপড-এর একেবারে বিপরীতে আছে লং শ্রাগ। স্টাইল কোশেন্ট বাড়িয়ে তুলতে এরও জুরি মেলা ভার। কুর্তা, শাড়ি, শর্ট টপ— যা খুশির সঙ্গেই পরুন, ফিরে তাকাতেই হবে আপনার দিকে।
এ ধরনের উলেন শ্রাগ শীতের জন্য আদর্শ। উলেন ছাড়াও কটনে লাইক্রা বা ভিসকোজ ফেব্রিকে এইরকম শ্রাগ সব ঋতুতেই চলতে পারে অনায়াসে।
তবে গরমের জন্য বাছতে পারেন মাল্টি লেয়ারড হালকা কটন শ্রাগ। এগুলোর মধ্যে স্লিভলেসও পেয়ে যাবেন। এ ধরনের শ্রাগ ফ্লোরাল প্রিন্টে খুব সুন্দর দেখায়। অ্যাসিমেট্রিকাল কাটওয়ালা এমন শ্রাগ পরলে আপনার সাধারণ সাজ একনিমেষে অসাধারণ। প্যাস্টেল শেডেও ভালো লাগে এই শ্রাগ। তাহলে আর দেরি কেন! এবার শ্রাগ-স্টোলের স্টাইল আপন করে হয়ে উঠুন অপরূপা।