আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
বাঙালির একান্ত নিজস্ব যে কয়েকটি অনুষ্ঠান আছে, নিঃসন্দেহে তার মধ্যে জামাইষষ্ঠী এক নম্বরে। জ্যৈষ্ঠের তেতে ওঠা গরমেও ব্যাপক খাওয়া-দাওয়া আর সাজগোজ নিয়ে জমজমাট ঘরোয়া অনুষ্ঠান। শাশুড়ি মাকে যেমন জামাইবাবাজির জন্য পছন্দমতো পোশাক-আশাক কিনতে হয়, তেমনই জামাইও তাঁর শশ্রূমাতার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে যান। তবে দু’ক্ষেত্রেই যিনি সাহায্যকারীর ভূমিকা পালন করেন তিনি বাড়ির কন্যা। একদিকে মাকে সাহায্য করেন জামাইয়ের পছন্দের পাঞ্জাবি বা শার্ট কিনতে, অন্যদিকে স্বামীকে সাহায্য করেন মায়ের পছন্দের শাড়ি কিনতে। তবে এই অনুষ্ঠানে তিনিও বাদ যান না। প্রাপ্তি হয় তাঁরও। মা কি শুধু তাঁর জামাইরত্নটির জন্য উপহার কিনতে পারেন?
মেয়ের জন্যও কিনে ফেলেন এক্সক্লুসিভ কোনও শাড়ি। হাতে আর মাত্র এক সপ্তাহ রয়েছে। তার মধ্যেই মেয়ে-জামাইয়ের জন্য কেনাকাটার সারতে হবে। এবারের জামাইষষ্ঠীর ফ্যাশন ট্রেন্ড জেনে নিন চারূপমার পাতা থেকে।
শার্ট স্টাইল কুর্তা আর রেশম হ্যান্ডলুম
স্টাইলিশ জামাই যদি পাঞ্জাবি বিমুখ হন তাহলে তার জন্য হাত বাড়াতে পারেন শার্ট স্টাইল শর্ট কুর্তায়। পিওর কটন ও খাদি কটন ফ্যাব্রিকে নানান স্টাইলের শর্ট কুর্তা পাবেন ‘রেণি’র স্টোরে। গ্রেয়িশ টেক্সাচারড কটনে তৈরি এইরকমই একটি শার্ট-স্টাইলের শর্ট কুর্তা পরেছেন রণজয়। কনট্রাস্ট নেক লাইন ও বাটন লাইন কুর্তাটিকে এক্সট্রা স্মার্টনেস দিয়েছে। এছাড়াও ‘রেণি’তে খাদি কটন, ভেজিটেবল ডাই, গুজরাতি প্রিন্টের শার্ট পাবেন। পাঞ্জাবির কালেকশনও নজরকাড়া।
হ্যান্ডলুম শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু গঙ্গাযমুনা পাড়, রেশমের সূক্ষ্ম কারুকাজ করা আঁচলের এমন একটি শাড়ি চোখে পড়েছে কি? শাড়িটি ‘কার্পাসিকা’ থেকে নেওয়া। ডিজাইনার পায়েল ঘোষ জানালেন, তিনি অর্ডার দিয়ে এই ধরনের এক্সক্লুসিভ হ্যান্ডলুম তৈরি করাচ্ছেন। রঙের প্লেসমেন্ট অভিনব।
ডিজাইনার ধুতি-পাঞ্জাবি আর রেশম ঢাকাই
জামাইষষ্ঠীর সন্ধেতে পারফেক্ট জামাই সাজে সাজতে চাইলে বাছতেই হবে ধুতি-পাঞ্জাবি। ভাস্বরের পছন্দ কটন-সিল্কে গোল্ড প্রিন্ট করা রেডিমেড ধুতি আর কটন সিল্কের এমব্রয়ডারি করা পাঞ্জাবি। এই সেটটি বাগুইআটির ‘শ্রীগোপাল পাঞ্জাবি মহল’ থেকে নেওয়া। ডিজাইনার তপন দাস জানালেন, এই ধরনের জামাইষষ্ঠী স্পেশাল জমকালো সেট তো আছেই, আর আছে পিওর কটনের শার্ট স্টাইলের ফুলস্লিভ শর্ট কুর্তা। ভালো চলছে সাদা আদ্দি ফ্যাব্রিকের পাঞ্জাবি, সরু এমব্রয়ডারি বা ছোট অ্যাপ্লিকে সাজানো। প্রিন্টেড পাঞ্জাবিও ট্রেন্ডে রয়েছে।
ঢাকাই শাড়ি ভালোবাসেন না এমন বাঙালি মেয়ের সন্ধান পাওয়া মুশকিল। চিরাচরিত ঐতিহ্যবাহী রেশম ঢাকাইকে রঙের কম্বিনেশন ও ডিজাইনের জাদুতে অন্যরকম লুক দিয়েছেন ডিজাইনার শম্পা পাল। তাঁর ‘শীর্ষ’স কালেকশন’ বুটিকে নরম রেশম ঢাকাইয়ের সম্ভার নজরকাড়া।
পাঞ্জাবি-জ্যাকেট আর ঢাকাই টাঙ্গাইল
নানান উজ্জ্বল রঙের কটন হ্যান্ডলুমের পাঞ্জাবি গরমের দিনের অনুষ্ঠানে পরার জন্য বাছাই যায়। সঙ্গে যদি ইক্কত-কটন বা কটকি কটনের জ্যাকেট গলিয়ে নেওয়া যায় তাহলে লুকটাই বদলে যায়। এমন পোশাক তৈরি করেছেন ‘সুপ্রিয়া’জ বুটিকের ডিজাইনার সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়।
অফ হোয়াইট টাঙ্গাইল কলকা জামদানি আঁচল আর জমিতে লতানে ঢাকাই নকশা— এক কথায় অসাধারণ। কমলা ও রানি রঙের ব্যবহারও দেখবার মতো। শাড়িটি ‘তাঁত প্যালেস’ থেকে নেওয়া। এখানে জামাইষষ্ঠী স্পেশাল টাঙ্গাইলের সম্ভার বেশ অন্যরকম।