আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
কাল্পনিকভাবে সমস্যা সমাধানের একটা প্রয়াস, সকলকে সজাগ এবং সচেতন করার জন্যই এই ধরনের ছবি করা।
দেব একজন বার সিঙ্গার। সে দুবাইতে থাকে। কলকাতার ছেলে হলেও এক বন্ধুর হাত ধরে সে দুবাইয়ের বারে গান গায়। তার অসংখ্য ভক্তও রয়েছে। এই বারেই এক অঘটন ঘটে যা দেবের নজরে পড়ে। সেই ঘটনা ক্যামেরাবন্দি করে কলকাতা থেকে আসা এক খবরের কাগজের ফোটো জার্নালিস্ট মেঘনা। অপরাধীদের তা চোখে পড়ে। এরপর মেঘনাকে অপহরণ করা হয়। মেঘনা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে দুবাইতে এসেছিল। ঘটনাচক্রে দেবের সঙ্গে মেঘনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মেঘনার হদিশ পেতে দেবের অভিযান এবং দুষ্টচক্রের বিনাশে দেবের লড়াই শুরু হয়। এরপর কী হয় তা জানতে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে পরিচালক জানালেন।
দেব ও মেঘনার ভূমিকায় যথাক্রমে দেখা যাবে দেব ও রুক্মিণী মৈত্রকে। অন্য শিল্পীরা হলেন শহিদুর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম রায়চৌধুরি প্রমুখ।
ছবিতে দেবের সাজপোশাক সম্পর্কে স্টাইলিস্ট নেহা গান্ধী বলেন, ‘দেবকে ইয়ালো, ব্লু, গ্রিন ইত্যাদি নানা ব্রাইটার কালার পোশাক পরানো হয়েছে। টি-শার্টের ওপর লেয়ারিং করে সামার জ্যাকেট দেব পরেছেন। সঙ্গে জিনস বা জর্গাস রয়েছে। যেহেতু ছবিতে দেব একজন বার সিঙ্গার তাই হাই ফ্যাশন লুকে তাঁকে দেখা যাবে।’ গানের দৃশ্যে কখনও তাঁকে ব্লু টর্ন ডেনিমের সঙ্গে রাউন্ড নেকলাইনের টি-শার্টের ওপর স্লিভলেস ডেনিম জ্যাকেট, বাঁ-হাতে ব্লু কালার ব্যান্ডের ঘড়ি, চোখে রিফলেক্টরে ধরা দেবেন। আবার কখনও গানের দৃশ্যে তাঁকে কানে দুল পরানো হয়েছে। আবার অন্য একটি গানের দৃশ্যে ডেনিমের সঙ্গে ফুল স্লিভ সলিড কালারের টি-শার্টে দেখা যাবে। চোখে এভিয়েটর সানগ্লাস। বেশিরভাগ ক্ষেত্রে তিনি পায়ে স্নিকার্স ও বুটস পরেছেন। তাছাড়াও দেবকে ডার্ক কালার অর্থাৎ ব্ল্যাক, গ্রে, ব্লু কালারের শার্টেও দেখা যাবে বলে শোনা গেল নেহার কাছ থেকে।
দেবকে ডার্ক ও ব্রাইট কালারের পোশাকে দেখা গেলেও মেঘনা ওরফে রুক্মিণীকে সফট ও প্যাস্টেল শেডের পোশাকে দেখা যাবে। তাঁকে বেশিরভাগ সময়ে বুটকাট স্টাইলের ডেনিমের সঙ্গে ফ্লোরাল প্রিন্টেড টপে দেখা যাবে। ডেনিমের ক্ষেত্রে নানা প্যাটার্ন রয়েছে। তাছাড়াও ফ্লোরাল ড্রেসেস, জাম্পস্যুট, ফ্রিলস্কার্ট ইত্যাদি পোশাকে দেখা যাবে। সঙ্গে তাঁর কাঁধে স্লিং ব্যাগ অথবা কোমরে বেল্ট ব্যাগ শোভা পাবে। অ্যাকসেসারিসের ক্ষেত্রে তিনি হাতে গোল্ডেন অথবা সিলভার ঘড়ি ব্যবহার করেছেন। এছাড়া গলায় কখনও নেকপিস বা অন্য ধরনের লুকে ইয়ার রিং স্টাইল স্টেটমেন্ট হিসাবে তাঁকে পরানো হয়েছে। পায়ে স্নিকার্স বা ব্লক হিল তিনি পরেছেন। ‘ওই ডাকছে আকাশ’ গানের দৃশ্যে তাঁকে রেড, ব্লু, লাইট ইয়ালো গ্রিন শেডেড সিঙ্গল কালারের শাড়িতে দেখা যাবে। আবার কখনও অন্য গানের দৃশ্যে ফ্রিল দেওয়া একেবারে সমকালীন স্কার্টের সঙ্গে বাঁ পায়ে অ্যাঙ্কলেট, গলায় সিলভার নেকপিসে তিনি ধরা দেবেন। ছবিতে তাঁকে কনটেম্পোরারি হাই ফ্যাশন লুকে দেখা যাবে বলে জানালেন নেহা।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল। ক্যামেরায় সৌভিক বসু, সম্পাদনা করেছেন মহম্মদ কালাম। সুরকার জিৎ গাঙ্গুলি। ছবিতে চারটি গান আছে। তার মধ্যে তিনটি গানের কথা লিখেছেন পরিচালক রাজা চন্দ। কোরিওগ্রাফার বাবা যাদব। প্রযোজক নিশপাল সিং (রানে)।