শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
পঞ্চাশোর্ধ বলিউডের গ্ল্যামার কুইন মাধুরী দীক্ষিত। তবুও তাঁর বয়স আজো অধরা। আজও এই বলিউড সুন্দরীর উপস্থিতিতে চারিদিক ঝলমল করে ওঠে। আড্ডায় মাধুরীর সৌন্দর্যের রহস্য থেকে উঠে এল তাঁর ছবি ‘টোটাল ধামাল’-এর কথা। সেই ভুবন ভোলানো হাসি ছড়িয়ে বলিউডের বিউটি কুইন সব প্রশ্নের জবাব দিলেন অকপটে।
আপনায় দেখলে প্রথমেই জানতে ইচ্ছে করে আপনার সৌন্দর্যের গোপন কথা কি?
হা, হা, (সশব্দে হেসে) সুস্থ জীবনযাত্রাই সুন্দর থাকার চাবিকাঠি। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়া। আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। তবে পর্যাপ্ত ঘুম খুব জরুরি। কোনো কুঅভ্যাস নেই আমার। হেলদি খাবার খাই। আমি ব্যালেন্সড ডায়েটে বিশ্বাসী। দিনে পাঁচবার ছোট ছোট মিল খাওয়া উচিত। আর আমি ডিনার যত তাড়াতাড়ি সম্ভব করে নিই। প্রচুর পরিমাণে জল খাই। নারকেল জল খেতে পছন্দ করি। আর সর্বোপরি আমার নাচ আমাকে শারীরিক এবং মানসিক ভাবে সুন্দর রাখে। আমি মনে করি নাচ এক্সারসাইজের সবথেকে ভালো মাধ্যম। মানুষের শরীর সুস্থ থাকলেই তাকে সুন্দর লাগে।
এমন কোনও প্রসাধন সামগ্রী যা আপনার কাছে সবসময় থাকে?
লিপ বামস এবং স্কার্ফ। স্কার্ফ প্রসাধন সামগ্রী নয়। তবে সেটে অতিরিক্ত ঠান্ডা লাগলে তখন স্কার্ফ জড়িয়ে নিই।
বলিউডের কোন কোন অভিনেত্রীর ফ্যাশন আপনায় মুগ্ধ করে?
অলঙ্কারের কথা বললেই রেখাজি-র কথা বলতে হয়। রেখাজি-র অলঙ্কার বার বার আমাকে মুগ্ধ করে। আর এছাড়া এখনকার অভিনেত্রীদের মধ্যে সোনম, প্রিয়াঙ্কা, দীপিকা এঁদের প্রত্যেকের ফ্যাশন সেন্স খুব ভালো। এঁদের পোশাক নির্বাচন আমার দুর্দান্ত লাগে।
আপনার ফ্যাশন মন্ত্র কী?
আমার স্টাইল মন্ত্র যখন আমি বাইরে বের হই তখন আমি জিনস এবং সাদা শার্ট পরতে ভালোবাসি। আর রাতে স্বামীর সঙ্গে যখন ডিনারে বা অন্য কোথাও যাই তখন সুন্দর ড্রেস পরতে পছন্দ করি। এছাড়া প্যান্টের ওপর সুন্দর টপ পরতেও ভালোবাসি।
আপনাকে সেভাবে পর্দাতে দেখা যায় না। বলিউড থেকে কি আপনি কম অফার পাচ্ছেন?
সেরকম কিছু নয়। আমার কাছে অনেক চিত্রনাট্য এসেছে। কিন্তু আমি আমার মনের মত চিত্রনাট্য পাচ্ছিলাম না। আমি আমার নাচকে গুরুত্ব দিয়েছি। এছাড়া আমার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। একজন কর্মরতা মা হিসাবে নিজেকে ব্যালেন্স করা জরুরি।
আপনি এখন প্রযোজকও। এই নতুন রোল কতটা চ্যালেঞ্জিং?
হা, হা (সশব্দে হেসে) এই নতুন চরিত্র আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। মারাঠি ছবি ’১৫ আগস্ট’ বানিয়েছি। আমি ‘টোটাল ধামাল’ এবং ‘কলঙ্ক’ নিয়ে ব্যস্ত ছিলাম বলে আমার স্বামী সব কাজ দেখেছেন।
সন্তানদের কাছে আপনি কীরকম মা?
ওদের কাছে আমি এক ‘কুল মম’। ছোটবেলায় ওরা আমায় একটা নোট লিখেছিল ‘মম হোয়াই ইউ আর অ্যাক্টিং ক্রেজি?’ কিন্তু এখন ওরা একটু বড় হয়েছে। রায়ন এখন ১৩ বছরের। আর এরিনের বয়স ১৫। এখন ওরা ভালোভাবেই জানে যে ওদের মা অভিনেত্রী। ওদের এসব এখন কুল লাগে।
আপনার সন্তানদের অভিনয়ের প্রতি কোনও উৎসাহ আছে কি?
আমার দুই সন্তানের সায়েন্সের প্রতি আগ্রহ আছে। ওদের বাবার থেকে এটা পেয়েছে। আর আর্টের ক্ষেত্রেও তারা আগ্রহী। এই দিকটা আমার থেকে পেয়েছে। শেষ পর্যন্ত ওরা কি করবে তা আমার জানা নেই। ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে