Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ভারতের ডিপসিক মোমেন্ট
সুদীপ্ত রায়চৌধুরী

‘সবার মুখে একটা কথা প্রায়ই শুনি... কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকা ও চীনের মধ্যে কমপক্ষে এক-দু’বছরের ব্যবধান থাকবেই। কিন্তু বাস্তবে ব্যবধান সময়ের নয়। আসল ব্যবধান হল নিজস্বতা ও অনুকরণের মধ্যে। যদি সেখানে পরিবর্তন না আসে, তাহলে চীনকে আজীবন অনুগামী হয়েই থেকে যেতে হবে।’ বছরখানেক আগে এক সাক্ষাৎকারে কথাগুলি বলেছিলেন লিয়াং ওয়েনফেং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ‘ডিপসিক’-এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও।
লিয়াং ওয়েনফেং নামটা অবশ্য তখন একেবারেই অচেনা। হবে নাই বা কেন! সাক্ষাৎকারের মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে হ্যাংঝাউতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। তাও আবার নিজের তৈরি করা একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে। ‘প্রতিষ্ঠান’ শব্দটার পরিধি যতটা বড়, তার মধ্যে বোধহয় তখনও ডিপসিককে ধরা যায় না। বরং ‘স্টার্ট আপ’ বললেই বুঝতে সুবিধা হয়। কিন্তু চীনের বাজারে এমন স্টার্ট আপ নতুন বা বড় কোনও বিষয় নয়। শয়ে শয়ে রয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও বাকিদের থেকে একটু অন্যরকম স্বপ্ন দেখেছিলেন ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইলেক্ট্রনিক ইনফর্মেশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া লিয়াং। তিনি বিশ্বাস করতেন এআই দুনিয়ায় চীন আজীবন আমেরিকার অনুসরণকারী হিসেবে থাকতে পারে না।
নিজের স্বপ্নের উপর বিশ্বাস, আর তা সত্যি করার জন্য যথাযথ পরিকল্পনা-এই দুয়ের মিশেলে কী কী হতে পারে, সময়ে সময়ে তার সাক্ষী হয়েছে ইতিহাস। লিয়াংয়ের স্বপ্নপূরণও কিছুটা সেরকমই। চলতি বছরের ২০ জানুয়ারি বাজারে আসে ‘ডিপসিক-আর ১’। নতুন এই ‘ওপেন সোর্স রিজনিং মডেল’ বাজারে পা রাখতেই তোলপাড় পড়ে যায় বিশ্বজুড়ে। ঠিক যেমনটা হয়েছিল ২০২২ সালে। ওপেনএআই চ্যাটজিপিটি বাজারে ছাড়ার পর। তবে সেই তুলনায় এবারের ছবিটা বেশ অনেকটাই আলাদা। আসলে ডিপসিক ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনও ব্যবহারকারী এটিকে ডাউনলোড করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। চীনের সংস্থার এই ঘোষণার পরে প্রথম ধাক্কা এসে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা ‘এনভিডিয়া’-র শেয়ার পড়ে যায় প্রায় ১৭ শতাংশ। একদিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার কোটি ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ লক্ষ কোটি টাকা! ধস নামে ব্রডকম, মাইক্রোসফ্ট, গুগল, ন্যাসড্যাকের শেয়ারেও। চাপে পড়ে যায় ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’। 
চাপ যে শুধু মার্কিন শেয়ার বাজার বা বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার উপরেই পড়েছে এমনটা নয়, চীনের এই চমক উদ্বেগে ফেলে দিয়েছে সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। নাহলে শপথগ্রহণের মাত্র কয়েকদিনের মাথায়, হানিমুন পিরিয়ডের মধ্যেই চীনের এআইকে নিয়ে মুখ খুলতে হয় বিশ্বের সর্বশক্তিধর দেশের প্রেসিডেন্টকে! ট্রাম্প সাফ বলেছেন, ‘ডিপসিক যে ঝড় তুলেছে, তাতে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।’
এখানেই সাফল্য লিয়াং ওয়েনফেংয়ের। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবিসংবাদী ‘নেতা’ বললে প্রথমেই মাথায় আসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় রাজত্বের প্রায় পুরোটাই ওপেনএআই, গুগল, মেটা, মাইক্রোসফ্ট, অ্যামাজন, আইবিএম, এনভিডিয়া, অ্যাডোবে, অ্যানথ্রোপিকের মতো বহুজাতিক টেক জায়ান্ট সংস্থাগুলির দখলে। আর এর প্রত্যেকটিরই জন্ম মার্কিন মুলুকে। আপাতত এদের হাত ধরেই বাজারে লগ্নি হচ্ছে কোটি কোটি ডলার। কারণ এখান থেকেই তো আসবে ভবিষ্যতের মুনাফা। কিন্তু ওয়েনফেংয়ের স্টার্ট আপের হাত ধরে সেই বাজারে থাবা বসিয়েছে চীন।
শুধু বাজার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার এই নব অধ্যায়ে প্রযুক্তি ও সেই খাতে খরচও কয়েক গুণ কমিয়ে চমক দিয়েছেন লিয়াং। বর্তমানে বেজিংকে অত্যাধুনিক এনভিডিয়া এআই চিপ রপ্তানি বন্ধ রেখেছে ওয়াশিংটন। কিন্তু ডিপসিক তাদের এআই মডেলের জন্য ব্যবহার করেছে মাত্র ২ হাজার এনভিডিয়া এইচ-৮০০ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)। তা নিয়েই চ্যাটজিপিটি ৪-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি লিয়াংয়ের। খরচের হিসেবও বেশ আকর্ষণীয়। ডিপসিকের ‘আর-১’ মডেল তৈরিতে খরচ হয়েছে ৫৬ লক্ষ মার্কিন ডলার। অথচ ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ তৈরিতে খরচ পড়েছে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি। 
এ থেকে দুটো বিষয় দিনের আলোর মতো স্পষ্ট। প্রযুক্তি আর অর্থ কোনওটাই যে সাফল্যের পথে বড় কোনও বাধা নয়, তা একেবারে হাতেকলমে দেখিয়ে দিয়েছেন লিয়াং। আগামীতে সেই পথেই এগতে পারে ভারতও। কম খরচে উচ্চমানের ল্যাঙ্গুয়েজ মডেল হাতের নাগালে এলে বদলে যাবে ভারতীয় এআই মার্কেটের ছবিটা। বিভিন্ন ক্ষেত্রে সেই মডেল যেমন কার্যকর হবে, তেমনই বাড়বে ব্যবহারকারীর সংখ্যাও। তার জন্য প্রয়োজন ডিপসিকের মতো ওপেন সোর্স। এই ধরনের প্রযুক্তি পেলে ভারতীয় স্টার্টআপগুলির কাজ আরও সহজ হবে। ইতিমধ্যে অনেকেই ডিপসিক মডেলের লোকাল ইস্টলেশন তৈরি করে ফেলেছে। ফলে তাদের আর চীনে থাকা সার্ভারের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এদেশের বাজারেও রীতিমতো হইচই ফেলে দিয়েছে ডিপসিক। মূলত বিনামূল্যে প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার কারণেই। অ্যাপফিগারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডিপসিকের মোট ডাউনলোডের ১৫.৬ শতাংশই হয়েছে ভারতে। এই পরিস্থিতিতে দেশের ডিজিটাল জনতার মন জয়ে ময়দানে নেমেছে মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১০ মাসের মধ্যে নিজেদের এআই অ্যাপ আনবে ভারত। দেশের প্রয়োজনীয়তা বুঝেই তৈরি করা হচ্ছে এআই মডেলগুলি। ডিপসিক এআই মাত্র ২ হাজার জিপিইউ ও চ্যাটজিপিটি ২৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। সেখানে ভারতে তৈরি নতুন এআই মডেলটি ১৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হবে। আর জিপিইউ প্রশিক্ষণ যত বেশি হবে, কোনও এআই চালিত অ্যাপের দক্ষতাও ততই বাড়বে। তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঘোষণার দিনকয়েক পরে, ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩ সালে কৃষি, স্বাস্থ্য ও পুনর্নবীকরণযোগ্য শহরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল। এবার ৫০০ কোটি টাকা ব্যয়ে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। দেশের এআই বিকাশের ক্ষেত্রে নির্মলার এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু কিছু প্রশ্ন আছে। বছর বছর নানা প্রকল্প ঘোষণা হচ্ছে। ভালো কথা। কিন্তু কার্যক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? আসলে এর জন্য দায়ী গতানুগতিক স্রোতে গা ভাসিয়ে আমাদের ছক ভাঙতে না চাওয়ার সুললিত স্বভাব। আমরা পড়ছি। জানছি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাও করছি। মেধায় কোনও কমতি নেই। কিন্তু দুনিয়াকে চমকে দেওয়ার মতো এআই মডেল তৈরি করার কাজে তা ব্যবহার হচ্ছে না। তাহলে কীসে হচ্ছে? না, যে সমস্ত প্রযুক্তি হাতের কাছে রয়েছে, তা দিয়ে চলছে নানা অ্যাপ্লিকেশন তৈরির কাজ। এই ভাবনাচিন্তায় পরিবর্তন না এলে ছবিটা বিশেষ বদলাবে না। আমেরিকা, চীনের তৈরি করা প্রযুক্তি ব্যবহার করতে হবে আজীবন। থাকতে হবে বেশ কয়েক বছর পিছিয়েই। নিজস্বতা ও অনুকরণের মধ্যেকার ব্যবধান যেমনটা হয় আর কী।
কথায় বলে, ‘নেসেসিটি ইজ দ্য মাদার অব অল ইনভেনশন’। ডিপসিক নিয়ে আজ বিশ্বজুড়ে যতই লাফালাফি হোক, বাঘা বাঘা তথ্যপ্রযুক্তি সংস্থার বিশেষজ্ঞরা এই মডেলকে প্রশংসায় ভরিয়ে দিন না কেন, তা কিন্তু একদিনে তৈরি হয়নি। লাগাতার দু’বছর নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করে, রাতের পর রাত জেগে কয়েকশো ইঞ্জিনিয়ার-গবেষক মিলে এই এআই মডেলটি তৈরি করেছেন। আমাদেরও নজর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মৌলিক গবেষণায়। সরকার কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে অন্যান্য সংস্থাকেও। গবেষণার জন্য দিতে হবে সময়, অর্থ। কবে সরকারের তরফে কী প্রযুক্তি আনা হবে, সেদিকে হা-পিত্যেশ করে চেয়ে না থেকে জোর দিতে হবে স্টার্ট আপে। যেমন ডিপসিকের বাড়বাড়ন্ত দেখে এগিয়ে এসেছেন ওলার সিইও ভবীশ আগরওয়াল। তাঁর তৈরি করা ইউনিকর্ন স্টার্টআপ ক্রুট্রিম ইতিমধ্যে বেশ কিছু নতুন ‘ওপেন-সোর্স’ এআই মডেল প্রকাশ করেছে। পাশাপাশি, ভারতের জন্য উন্নতমানের এআই প্রযুক্তি তৈরির জন্য ক্রুট্রিমে এবছর ২ হাজার কোটি ও আগামী বছর ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন ৩৯ বছরের এই উদ্যোগপতি। তবে একটা ক্রুট্রিমে কিছু হবে না। ময়দান অনেক বড়। এই লড়াইয়ে আমেরিকা, চীনের মোকাবিলা করতে হলে এগিয়ে আসতে হবে আরও অনেক সংস্থাকে। সে বড়-মাঝারি সংস্থা বা স্টার্ট আপ—যাই হোক না কেন। ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে হবে। প্রয়োজনে তথ্য বিনিময় করতে হবে। আনতে হবে ওপেন সোর্স মডেল। যারা এগিয়ে রয়েছে কয়েক পা, তারা যদি নতুনদের সাহায্য না করে, লক্ষ্যপূরণ হবে না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগতে পারলে তবেই সফল হবে ‘মেক ইন ইন্ডিয়া’র স্বপ্ন।
আসলে আমাদের সব আছে। শুধু দরকার লিয়াং ওয়েনফেংয়ের মতো স্বপ্ন দেখার সাহস। আর সেই স্বপ্ন সত্যি করার তাগিদ।
বাংলা যে দিল্লি নয় জানে বিজেপিও
তন্ময় মল্লিক

২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল হারায় বঙ্গ বিজেপি প্রচণ্ড উত্তেজিত। তাই একুশে সংখ্যাগরিষ্ঠতার অর্ধেক পুঁজি জোগাড়ে ব্যর্থ হয়েও বাংলায় সরকার গড়ার হুঙ্কার দিচ্ছে। 
বিশদ

এগারো বছরের বঙ্গবঞ্চনার পিছনে রহস্য কী? 
সমৃদ্ধ দত্ত

বঞ্চনা। অবহেলা। উপেক্ষা। রাজনৈতিক প্রতিহিংসা। এসব কারণের উল্লেখ করে বহুবার নানা সমালোচনা করা হয়েছে। সুতরাং এই একই অভিযোগে আবার সরব হওয়ার সত্যিই অর্থ হয় না। কিন্তু একটানা এগারো বছর ধরে লাগাতার একই প্যাটার্ন দেখার পর বঙ্গবাসীর মধ্যে একটি বিস্ময়কর প্রশ্ন তৈরি হচ্ছে।
বিশদ

14th  February, 2025
পরিকাঠামোয় জোর দিয়ে উন্নয়নমুখী বাজেট রাজ্যের
সঞ্জয় মুখোপাধ্যায়

ভোটের আগের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আর সকলকে খুশি করেই নতুন উন্নয়নের দিশা দেখিয়ে গেলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের আগেই সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়িয়ে পুরনো ক্ষতে কিছুটা প্রলেপ দিলেন তিনি।
বিশদ

13th  February, 2025
বাঁধের জবাবে বাঁধ! চীন-ভারতের নয়া সংঘাত
মৃণালকান্তি দাস

চীনের কৌশলী মারপ্যাঁচ বোঝা কঠিন। এবং যখন প্রতিবেশী দেশ হয় সেই কৌশলের মূল টার্গেট, তখন ভারতের উদ্বেগ বাড়াটাই স্বাভাবিক। সম্প্রতি সেই উদ্বেগের কেন্দ্রে চীন-নিয়ন্ত্রিত তিব্বতে ইয়ারলুং সাংপো নদের নিম্ন উপত্যকায় বাঁধ নির্মাণের তোড়জোড়।
বিশদ

13th  February, 2025
পদ্ম সম্মান ও গেরুয়া রাজনীতি
প্রীতম দাশগুপ্ত

২০২৪-এর লোকসভা ভোট বুঝিয়ে দিয়েছে, স্রেফ মোদি ম্যাজিকে ভরসা করে ম্যাচ জেতা যাবে না। বিভিন্ন দুর্বল রাজ্যে মাটি শক্ত করতে তাই বিজেপি আঞ্চলিক আবেগকেও হাওয়া দিচ্ছে। পাশাপাশি সঙ্ঘের হিন্দুত্ব এজেন্ডা তো থাকছেই। সবচেয়ে মজার কথা হল হিন্দুত্বে ভরসা করার জন্য এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা তাঁর নম্বর টু অমিত শাহের বাগ্মিতার উপর নির্ভর করতে হতো।
বিশদ

12th  February, 2025
শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির প্রতিযোগিতা হয় না কেন?
হারাধন চৌধুরী

মোদি সরকারের নয়া জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ ‘হোলিস্টিক প্রগ্রেস’ কথাটির উপর জোর দিয়েছে। শিশুর এই ধরনের উন্নয়নে অন্তর্ভুক্ত কী কী? শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক গুণাবলি। এগুলি একত্র হলেই একটি শিশু ‘মানুষ’ হিসেবে জীবনে ‘সফল’ হতে পারবে।
বিশদ

12th  February, 2025
বিভেদ, রাজনীতি... চাই পুরনো ফর্মের মমতাকেই
শান্তনু দত্তগুপ্ত

বিভাজনের রাজনীতিকে পেড়ে ফেলতে গেলে পুরনো ফর্মে ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিই একমাত্র পারেন, বাংলার ঘরে ঘরে পৌঁছে যেতে। মাটির ঘরের দাওয়ায় বসে মুড়ি খেতে। জাত-ধর্ম বর্ণ না দেখে শিশুকে কোলে তুলে নিতে। সাধারণ মানুষের সমস্যায় ঝাঁপিয়ে পড়তে। বোঝাতে... আমি আছি। বাংলার মানুষ কিন্তু এতটুকুই চায় তাঁর কাছে।
বিশদ

11th  February, 2025
উপেক্ষিত কণ্ঠস্বর
পি চিদম্বরম

যতদূর আমি মনে করতে পারি, এতখানি রাজনৈতিকভাবে প্ররোচিত বাজেট এর আগে হয়নি। এমন কোনও বাজেটও এর আগে হয়নি যা অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে এতখানি ব্যর্থ হয়েছে। দেশের অর্থনীতির সময়োপযোগী সংস্কার ও পুনর্গঠনের জন্য দেশবাসী প্রস্তুত ছিল কিন্তু সরকার তাদের হতাশ করেছে।
বিশদ

10th  February, 2025
আপের যাত্রাভঙ্গ করতে নাক কাটল কংগ্রেস
হিমাংশু সিংহ

‘অর লড়ো, জি ভরকে লড়ো ভাই, সমাপ্ত কর দো এক দুসরে কো’। দিল্লির চূড়ান্ত ফল ঘোষণার মাঝপথেই ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টিকে এই তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দিনের শুরুতেই ট্রেন্ড দেখে একদম ঠিক বলেছেন।
বিশদ

09th  February, 2025
একটি পাপের প্রায়শ্চিত্ত
স্বস্তিনাথ শাস্ত্রী

একেই বোধহয় বলে ‘পোয়েটিক জাস্টিস’! ১৪১ বছর মানুষের জীবনের হিসেবে লম্বা সময় হলেও ইতিহাসের হিসেবে তা সামান্যই। এই প্রায় দেড় শতকে গঙ্গার জল আরও মলিন হয়েছে। বহু পাপের পলি জমেছে মোহানায়। তেমনই একটা পাপ করা হয়েছিল ১৪১ বছর আগে— ১৮৮৩ সালের ২১ জুলাই।
বিশদ

08th  February, 2025
ধর্মীয় বাজেটেই আস্থা বিজেপির
তন্ময় মল্লিক

তৃতীয়বার নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর এটাই ছিল প্রথম বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। তা নিয়ে সংসদে আলোচনা চলবে। হবে চুলচেরা বিশ্লেষণও। হয়তো কিছু সংশোধনী আসবে। অথবা সংশোধনী ছাড়াই পাশ হয়ে যাবে বাজেট।
বিশদ

08th  February, 2025
গরিবের সংখ্যা কমানোর নিখুঁত চিত্রনাট্য
সমৃদ্ধ দত্ত

রামমন্দির, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মহিলা সংরক্ষণ আইন, লোকসভা ভোট, চন্দ্রযান, জি টুয়েন্টিতে ভারত বিশ্বগুরু, আজমির শরিফের নীচে শিবমন্দির আছে, কুম্ভমেলা ১৪ বছর পর সহ নানাবিধ উচ্চকিত প্রচার এবং ইভেন্টের আড়ালে ভারী চমৎকার একটি প্লটকে সামনে রেখে চিত্রনাট্য লেখা হয়েছে।
বিশদ

07th  February, 2025
একনজরে
ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের লক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন ঘাটালের সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, দপ্তরের প্রধান সচিব মনীশ জৈন সহ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি এবং ব্লক সাব কমিটির সদস্যরা। ...

সোনামুখীর একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে শুক্রবার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চিরঞ্জিৎ মাঝি। তার বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়। পুলিস জানিয়েছে, এদিন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ...

‘এক দেশ এক নির্বাচন’ ইস্যুতে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কাজ শুরু করছে সংসদীয় কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ডাকা হয়েছে সংসদীয় যৌথ কমিটির তৃতীয় বৈঠক। ...

ভালোবাসার দিন। কিন্তু গোলাপ-পারফিউম- চকোলেট নয়, শুক্রবার ইস্ট বেঙ্গল ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল একরাশ ক্ষোভ এবং বিরক্তি। আসলে আইএসএলে বছরের পর বছর ব্যর্থতা মেনে নিতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৭৫৯: লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন, জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম
১৯৭১: ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়
২০২২: কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী  সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২২: কিংবদন্তি সুরকার তথা সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.০৩ টাকা ৮৭.৭৭ টাকা
পাউন্ড ১০৭.২৮ টাকা ১১১.০৪ টাকা
ইউরো ৮৯.২২ টাকা ৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া ৩৪/১৩ রাত্রি ১১/৫৩। উত্তরফাল্গুনী  নক্ষত্র ৪৮/৪০ রাত্রি ১/৪০। সূর্যোদয় ৬/১২/২৮, সূর্যাস্ত ৫/২৯/১৮। অমৃতযোগ  দিবা ৯/৫৮ গতে ১২/৫৮ মধ্যে রাত্রি ৮/১ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে। বারবেলা ৭/৩৬ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৪/৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। 
২ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া রাত্রি ১০/৪০। উত্তরফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৫৩। সূর্যোদয় ৬/১৫, সূর্যাস্ত ৫/২৮। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১২ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩৯ মধ্যে ও ১/১৬ গতে ২/৪০ মধ্যে ও ৪/৪ গতে ৫/২৮ মধ্যে। কালরাত্রি ৭/৪ মধ্যে ও ৪/৩৯ গতে ৬/১৫ মধ্যে।
১৬ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জনসাধারণের শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আজ, শনিবার দুপুর ২টো থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ

01:15:00 PM

পূর্ণকুম্ভ: প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন লোকসভার স্পিকার ওম বিড়লা

01:13:00 PM

৯৯ হাজার টাকায় সারাজীবন পানিপুরী ফ্রি! কোথায় মিলছে এমন সুযোগ? জেনে নিন
দেখতে একই রকম হলেও স্বাদে আলাদা। তাই দেশের বিভিন্ন প্রান্তে ...বিশদ

12:59:41 PM

চা বাগানে কীটনাশক গুলে রেখে দেওয়া ছিল, সেটি খেয়েই মৃত্যু হল অন্তঃসত্ত্বা এক গবাদি পশুর, থানায় অভিযোগ দায়ের

12:56:00 PM

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়
প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ...বিশদ

12:52:06 PM

অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক

12:51:03 PM