বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
এই মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী এদিন বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগে চার্জশিট পেশ করা হয়েছে, তা আইনসিদ্ধ নয়। চার্জশিটের সমস্ত প্রতিলিপি হাতে পাওয়ার পরেই আমরা মামলা থেকে তাঁর অব্যাহতি পাওয়ার বিষয়ে আদালতের কাছে আর্জি জানাব।’ এদিন এই মামলায় জামিনে থাকা কয়েকজন অভিযুক্তের হাতে চার্জশিটের প্রতিলিপির কিছু অংশ তুলে দেওয়া হয় সিবিআইয়ের তরফে। জেল হেফাজতে থাকা অভিযুক্তদের হাতে ওই প্রতিলিপি জেল সুপারের মাধ্যমে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলা ফের শুনানির জন্য উঠবে। এদিন ‘কালীঘাটের কাকু’র আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, কলকাতা হাইকোর্ট এদিন সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন ‘কাকু’। মূলত স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিন চান তিনি। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।