জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
ঠিক এভাবেই পরবর্তী ছবি ‘অশনি’তে ‘পূর্বা’কে তৈরি করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘বিজয়া’র পর স্বস্তিকার সঙ্গে ফের কাজ করছেন সায়ন্তন। এই মাসেই শ্যুটিং শেষ করবেন পরিচালক। থ্রিলারধর্মী এই গল্পের পরতে পরতে রয়েছে অচেনা বাঁক। তাই থ্রিলার হলেও তা চেনা ছকের থেকে খানিক আলাদা। সায়ন্তন বললেন, ‘এই ছবিটা আমার আগের যাবতীয় কাজের থেকে আলাদা। কলকাতাকে আলাদা ভাবে দেখানো হয়েছে। সেখানেই অনেক অজানা সত্যির কথা উঠে এসেছে। আসলে মানুষ প্রতিদিন যে লড়াইটা করে, এখানে সেটা দেখিয়েছি আমরা।’
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। স্বস্তিকা ছাড়াও অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সত্যম ভট্টাচার্য প্রমুখ অভিনয় করছেন এই ছবিতে। মিউজিক করেছেন রানা মজুমদার।