জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
বিদেশ যাত্রার জন্য গত বছর ইন্দ্রাণীকে অনুমতি দিয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় সিবিআই। গত বছরের সেপ্টেম্বরে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে বম্বে হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে যান ইন্দ্রাণী। সেখানেও ইন্দ্রাণীর আবেদনের বিরোধিতা করে সিবিআই। বুধবার বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, ‘মামলাটি এখনও চলছে। আপনি (ইন্দ্রাণী) বিদেশ থেকে আদৌ দেশে ফিরে আসবেন কি না, তার কোনও নিশ্চয়তা নেই। এক বছরের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ হয়, আদালতকে সেই নির্দেশ দিচ্ছি।’