জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
অন্যদিকে, গাজা ভূখণ্ডে কারা বসবাস করবে, তা নিয়ে এবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল আমেরিকা ও চীন। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। ওই সাক্ষাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, গাজা ভূখণ্ড থেকে ২২ লক্ষ মানুষকে সরিয়ে দিয়ে ওই এলাকা দখল করবে আমেরিকা। ট্রাম্পের কথায়, ‘গাজার দখল আমরা নেবই। আমাদের কিছু কিনতে হবে না। কিছু কেনার নেইও। গাজা আমাদের হবে। ভবিষ্যতেও তা আমাদের দখলেই থাকবে।’ ট্রাম্পের এমন ঘোষণার পরেই বুধবার পাল্টা সরব হয় চীন। প্যালেস্তিনীয়দের জোর করে গাজা থেকে সরানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছে বেজিং। এদিন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘গাজা ভূখণ্ড প্যালেস্তাইনের অংশ। প্যালেস্তিনীয়রা ওই এলাকা ছেড়ে কোথাও যাবে না। তাদের জোর করে গৃহহীন করার তীব্র বিরোধিতা করছি।’