জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
সম্প্রতি ওই নার্সিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা তৃতীয় বর্ষের পাঁচ ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। তাঁরা জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বর থেকে হস্টেলেই নারকীয় এই নির্যাতন শুরু হয়। গত কয়েক মাস ধরে তা নিয়মিত চলে। অভিযোগকারীরা জানিয়েছেন, ভয়ানক অত্যাচারের জেরে চিৎকার করলে মুখের ভিতর দিয়ে দেওয়া হতো ক্রিম। অকথ্য ওই অত্যাচারের পর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিত নির্যাতনকারীরা। এই র্যাগিংয়ের কথা কাউকে বলতে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও হুমকি দেওয়া হত।
শারীরিক নির্যাতনই নয়, প্রতি রবিবার হস্টেলের ভিতরে মদের আসর বসাত সিনিয়র পড়ুয়ারা। সেই মদ কেনার টাকা আদায় করা হতো জুনিয়র পড়ুয়াদের থেকে। দিনের পর দিন এই অনাচার সহ্য করতে না পেরে অবশেষে নির্যাতিতদের মধ্যে তিন ছাত্র কোট্টায়ামের গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার বিকেলেই ধৃত পাঁচ ছাত্রকে আদালতে তোলা হয়।
কয়েক সপ্তাহ আগেই কোচিতে ১৪ বছরের এক স্কুলপড়ুয়া আত্মহত্যা করে। পরিবারের তরফে অভিযোগ করা হয়, র্যাগিংয়ের জেরে মানসিক অবসাদে ভুগেই আত্মহননের পথ বেছে নিয়েছে তাঁদের ছেলে। রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশে ওই মামলায় ইতিমধ্যেই তদম্ত শুরু হয়েছে। তার মধ্যে ফের আরও এক র্যাগিংয়ের ঘটনা সামনে এল।