জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মনের মতো
‘সাস বহু আচার’-এ অঞ্জনার অভিনয় দেখে পরিচালক পলাশ ভাসভানি তাঁকে ‘বড়া নাম করেঙ্গে’ সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে চরিত্রটি মনে ধরেনি বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘প্রথমে আমার চরিত্রটি সেরকম চ্যালেঞ্জিং মনে হয়নি। তাই পলাশকে নতুন করে চরিত্রটি লিখতে অনুরোধ করেছিলাম। পরে ওর লেখা ভালো লাগে।’
তাজা হাওয়া
ওটিটি-তে এখন ডার্ক কনটেন্টের চল বেশি। এসবের মাঝে ‘বড়া নাম করেঙ্গে’ এক মুঠো তাজা হাওয়া ছড়িয়ে দেবে বলে মনে করেন অঞ্জনা। অভিনেত্রীর কথায়, ‘থ্রিলার, ভায়োলেন্সের ভিড়ে এমন একটা শো-এর প্রয়োজন, যা আপনাকে আপনার পরিবার এবং সম্পর্কের কথা মনে করাবে। আমাদের এই শো-তে বিভিন্ন চরিত্র রয়েছে। নিজের পরিবারের কারও না কারও সঙ্গে তাদের মিল পাবেন।’
পছন্দের চরিত্র
অভিনেত্রী হিসেবে নানান রূপে নিজেকে মেলে ধরতে চান অঞ্জনা। তাঁর কথায়, ‘অভিনেত্রী হিসেবে আমি রোমান্স, অ্যাকশন, ড্রামা সবকিছুই করতে চাই। এখনও সে সুযোগ পাচ্ছি, সেটা ভালো লাগছে।’
নতুনের অপেক্ষায়
অভিনয় জগতে দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন অঞ্জনা। নিজের ফিল্মি কেরিয়ার ঘিরে কতটা সন্তুষ্ট? হেসে অভিনেত্রীর জবাব, ‘আমার মনে হয় একজন অভিনেতা কখনও সন্তুষ্ট হন না। একটা চ্যালেঞ্জ পেরনোর পর পরবর্তী চ্যালেঞ্জের অপেক্ষায় থাকি আমরা। ভাবি এরপর নতুন কী করব?’
চ্যালেঞ্জ
‘কেরিয়ার শুরুর সময় ইন্ডাস্ট্রিতে পরিচিত কেউ ছিল না, সে সময়টা আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে পরে ভালো ভালো কিছু প্রজেক্টে সুযোগ পেয়েছিলাম। হিন্দি ছাড়া তেলুগু, কন্নড়, পাঞ্জাবি, মারাঠি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু নিজের ভিতরে অভিনয়ের খিদে আমার মেটেনি। আরও ভালো কিছু করার তাগিদ সবসময় তাড়া করেছে’ কেরিয়ার এক লহমায় ফিরে দেখতে গিয়ে বললেন অঞ্জনা।