বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
আলু ব্যবসায়ীদের দাবি, মালদহে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে পোখরাজ প্রজাতির আলু চাষ করা হয়। গড়ে তিন লক্ষ মেট্রিক টন পোখরাজ আলু এখানে উৎপাদিত হয়। তাছাড়াও মালদহে ৫০০ বছর ধরে পোখরাজ আলুর চাষ হচ্ছে। যা অত্যন্ত সুস্বাদু এবং পশ্চিমবঙ্গ তথা সারা দেশে এর বিশাল চাহিদা আছে। এখানকার বহু কৃষক পোখরাজ প্রজাতির আলুর চাষ এবং ব্যবসার সঙ্গে যুক্ত। পোখরাজ আলুর জিআই ট্যাগ পেলে মালদহের অর্থনীতিকে আরও অনেকটা চাঙ্গা করা যাবে।
তাঁদের দাবি, এই মুহূর্তে মালদহের হিমঘরগুলিতে প্রায় ১০০ শতাংশ পোখরাজ প্রজাতির আলি মজুত আছে। যেখানে অন্যান্য প্রজাতির আলুতে ১৬ শতাংশ কঠিনত্ব থাকে সেখানে এই প্রজাতির আলুর মধ্যে কঠিনত্বের পরিমাণ ১২ শতাংশ। যার ফলে এই আলুতে জলের পরিমাণ অনেকটাই বেশি। যে কারণে বিরিয়ানি তৈরির খেত্রে পোখরাজ আলুর একটা চাহিদা সবসময়ই আছে। মালদহ কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদহে উৎপাদিত আলুর মধ্যে পোখরাজ প্রজাতির পরিমাণটাই বেশি। যা মূলত বিরিয়ানি তৈরিতে ব্যবহার করা হয়। এই আলুর দেশব্যাপী বাজার ধরতে জিআই ট্যাগ প্রয়োজন। সেজন্য আমরা আবেদন জানিয়েছি।