বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হলে ফি-বছর বন্যার সমস্যা থেকে মুক্তি পাবেন ঘাটাল সহ পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের লক্ষাধিক বাসিন্দা। এই তথ্য তুলে ধরে একাধিকবার অনুরোধ সত্ত্বেও প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেনি কেন্দ্রের মোদি সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের কোষাগার থেকে খরচ করেই প্রকল্প করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই ১৫০০ কোটি টাকার এই প্রকল্পের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ৫০০ কোটি বরাদ্দের প্রস্তাব দিয়েছে তাঁর সরকার।
বাজেটে বরাদ্দ ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন এই বৈঠক? প্রশাসন সূত্রে খবর, মানুষকে সঙ্গে নিয়ে কোনও সমস্যা ছাড়াই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে এই বৈঠক। মানসবাবু বলেন, ‘আমরা শীঘ্রই কাজ শুরু করতে চাই। তাই এই বৈঠক।’ ব্লকস্তরের সাব কমিটির মূল কাজ হল মানুষের সঙ্গে কথা বলে জমি ও অন্যান্য সমস্যাগুলি নিরসন করা। তাই ঘাটাল গ্রামীণ ব্লক ও পুরসভা, দাসপুর ১ ও ২ ব্লক, ডেবরা ব্লক, পাঁশকুড়া ব্লক ও পুরসভা, তমলুক, কেশপুর এবং চন্দ্রকোনা-১ ব্লকের আধিকারিক ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে। থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকও। পূর্ব মেদিনীপুরের সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে থাকতে বলা হয়েছে।