মুম্বই: বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক এফআইআর দায়ের হয়েছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে। এই বিপদ থেকে রেহাই পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রণবীর। প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পুত্র তথা আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেগুলিকে একত্রিত করার আবেদন জানানো হয়েছে। আগাম জামিনও চেয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁকে সমন জারি করেছে গুয়াহাটি পুলিস। গ্রেপ্তারির ভয় এড়াতে রণবীর আগাম জামিন চেয়েছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছেন তিনি। তবে দ্রুত শুনানির আবেদন খারিজ করেছেন প্রধান বিচারপতি। এই ইস্যুতে আদালতের রেজিস্ট্রিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এরই মধ্যে গুয়াহাটি ও মুম্বই পুলিস পডকাস্টারের মুম্বইয়ের বাড়িতে গিয়েছে। যদিও এলাহাবাদিয়া তখন বাড়িতে ছিলেন না।
কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ বাবা-মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রণবীর। অনুষ্ঠান সম্প্রচার হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিতর্কের জেরে সেই অনুষ্ঠানের সমস্ত পর্ব মুছে দিতে বাধ্য হন সময়। পাশাপাশি একাধিক এফআইআর দায়ের হয় রণবীর ও অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের বিরুদ্ধে।