যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
আমি ঠিক জানি না।
যদিও আপনি জানেন না পারমার্থিক জীবন কি, তবুও “এটা এই” অথবা “ওটা ওই” বলে সমালোচনা করেন। কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে পারমার্থিক জীবন কি? পারমার্থিক জীবনের শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে, আপনি আপনার দেহ নন। সেটিই হচ্ছে পারমার্থিক জীবনের প্রকৃত সূচনা। আপনার দেহের সঙ্গে আপনার আত্মার পার্থক্য উপলব্ধি করে আপনি জানতে পারেন যে, আপনি হচ্ছেন চিন্ময় আত্মা (অহং ব্রহ্মাস্মি)।
আপনি কি মনে করেন যে, এই জ্ঞান সকলেরই শিক্ষার অঙ্গ হওয়া উচিত?
হ্যাঁ। মানুষকে প্রথমে শেখাতে হবে তারা কে। তারা কি তাদের শরীর, না অন্য কিছু? সেটিই হচ্ছে শিক্ষার শুরু। এখন সকলেই শিখছে যে তারা হচ্ছে তাদের দেহ। যেহেতু একজন একটি আমেরিকান শরীর পেয়েছে, তাই সে মনে করছে, “আমি একজন আমেরিকান।” এটি অনেকটা “আমি একটি লাল শার্ট” বলে নিজেকে মনে করার মতো। যেহেতু আপনি একটি লাল শার্ট পরে রয়েছেন, তার অর্থ এই নয় যে, আপনি একটি লাল শার্ট। আপনি একজন মানুষ। তেমনই, এই শরীরটি হচ্ছে প্রকৃত ব্যক্তি আত্মার একটি শার্ট অথবা কোটের মতো। আমরা যদি নিজেদের কেবল আমাদের ‘শার্ট’ অথবা ‘কোট’ বলে মনে করি, তা হলে বুঝতে হবে আমাদের কোন পারমার্থিক জ্ঞান নেই।
আপনি কি মনে করেন যে, এই ধরনের শিক্ষা দেওয়া উচিত?
হ্যাঁ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সর্বত্র এই ধরনের শিক্ষা দেওয়া উচিত। এই বিষয়ে বহু গ্রন্থাবলী রয়েছে—এক বিশাল জ্ঞানভাণ্ডার রয়েছে। এখন একমাত্র প্রয়োজন হচ্ছে যে, সমাজের নেতারা যেন এগিয়ে এসে এই আন্দোলনকে বোঝবার চেষ্টা করেন।