পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে। ... বিশদ
ইংরেজ শাসনকালে নলহাটি জংশনে বেশকিছু কোয়ার্টার তৈরি করা হয়েছিল। বর্তমানে যেগুলির অধিকাংশ জীর্ণ এরং বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু কয়েকবছর ধরে রেলের কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিন দিন জবরদখল হয়ে যাচ্ছিল। দীর্ঘদিন ধরেই ওই পরিত্যক্ত কোয়ার্টারে নেশাখোরদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করে আসছিলেন। কয়েকটি কোয়ার্টারে আবার বহিরাগতরা বসবাস করছিল। তারা বিনা পয়সায় রেলের বিদ্যুৎ, জল ব্যবহার করছিল।
স্থানীয়দের অভিযোগ, রেলের কর্মীদের যোগসাজসে অলিখিত মাসিক ভাড়ায় আবাসনগুলিতে বসবাস করছেন অনেকে। গভীর রাত পর্যন্ত সেখানে চলে নানা অসামাজিক কাজকর্ম। স্থানীয়রা এই নিয়ে সরব হতেই গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি আবাসনগুলি খালি করে সিল করে দেয় রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রেলের জায়গায় থাকা দোকানগুলিকে সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়। এদিন অভিযান চালিয়ে সেসব আবাসন ও দোকান জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়।
নলহাটি আরপিএফ ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, শান্তিপূর্ণভাবে এই অভিযান চলেছে। ১৪টির মতো পরিত্যক্ত কোয়ার্টার, রেলের জায়গায় থাকা ১০টি অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র