দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম বাড়বে। অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ । শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি ... বিশদ
কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এই তেলে ভোলা দু’টি। প্রায় ন’দিন আগে এফ বি অপু নামের একটি ট্রলার কাকদ্বীপের গয়লার চক থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। শনিবার মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন। জাল তোলার পর দেখতে পান বড় আকারের একটি ভোলা মাছ ধরা পড়েছে। রাত শেষে আবার রবিবারও জাল ফেলেন। এ দফায় আরও একটি ভোলা ওঠে। দুটি ভোলা মাছ পাওয়ার পর সোমবার আনন্দে জাল গুটিয়ে নেন মৎস্যজীবীরা। ফিরে আসেন উপকূলে। রাতেই মাছ দু’টি নিয়ে ডায়মন্ডহারবারের পাইকারি বাজারে যান। তারপর সে দু’টি বিপুল দামে বিক্রি হয়। অমল দাস সহ ট্রলারের অন্যান্য মৎসজীবীরা এই দাঁও মারতে পেরে বেজায় খুশি। ভোলা মাছ দু’টি সাময়িকভাবে দুঃখ, কষ্ট ভোলাবে ভেবে আশাবাদী তাঁরা। নিজস্ব চিত্র