দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম বাড়বে। অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ । শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি ... বিশদ
শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, ইলেকট্রিক কেবল আন্ডার গ্রাউন্ডের কাজ চলছে। সেই কাজ করার সময় ১৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার এবং বুধবার দু’বার জলের পাইপ ফেটে গিয়েছে। মঙ্গলবার খবর পেয়ে তা মেরামত করে দেওয়া হয়। এদিন আবার অন্য একটি পাইপ ফাটে। সন্ধ্যা পর্যন্ত তা মেরামতের কাজ চলে। শহরে আন্ডারগ্রাউন্ড বিভিন্ন কেবলের জন্য জলের পাইপে বার বার ফাটল ধরেছে। এই সমস্যা নিয়েই আমাদের চলতে হচ্ছে। - নিজস্ব চিত্র