দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম বাড়বে। অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ । শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি ... বিশদ
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সুবীরেশকে গ্রেপ্তার করে সিবিআই। সেই থেকে জেলে তিনি। অভিযুক্ত হিসেবে দু’বছর পাঁচ মাস বন্দি রয়েছেন। এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। তাই তাঁকেও জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এমনই আবেদন করেছেন সুবীরেশ। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই জামিন মামলার সওয়াল-জবাবের সময় সিবিআই জানিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর কারচুপির ক্ষেত্রে সুবীরেশই মূল পাণ্ডা।