দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম বাড়বে। অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ । শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি ... বিশদ
সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডে ইউনাইটেড মিশনারি স্কুলে গিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে দেখা করেন। কিছু পরীক্ষার্থীও ছিল সেখানে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর ভাইঝিও এই স্কুলের প্রাক্তনী। এখানে পরীক্ষা কেমন হচ্ছে জানতে চান তিনি। ওই স্কুল বিল্ডিং রং করানোর ব্যাপারে আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রুতিও দেন। এজন্য স্কুল কর্তৃপক্ষকে রাজ্য সরকারের কাছে একটি ডিপিআর জমা দিতে হবে।
মুখ্যমন্ত্রী অভিভাবকদের জানান, এখন রাজ্যের পরীক্ষাগুলিতে বেশি নম্বর দেওয়া হয়। এর ফলে সর্বভারতীয় পরীক্ষায় অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের কাছে তারা আর পিছিয়ে পড়ে না। অন্যদিকে, ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষকদের বক্তব্য, মান ঠিকই আছে। গতে বাঁধা প্রশ্ন হয়নি। এর ফলে পুরো বই পড়ার অভ্যাস তৈরি হবে।