কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
এদিন সকালে একঝলক সূর্যের দেখা মেলে শিলিগুড়িতে। রোদেরও তেমন তেজ ছিল না। কিছুক্ষণের মধ্যেই সূর্য উধাও হয়ে যায়। গোটা আকাশ মেঘে ঢাকে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। এরজেরে দিনভর কনকনে ঠান্ডা অনুভূত হয় শহরে। বিকেলের পর ঠান্ডার কামড় তীব্র হয়। বিশেষ করে ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়িতে ঠান্ডার দাপট ছিল মারাত্মক। বিকেলের পর সংশ্লিষ্ট এলাকার রাস্তায় তেমন লোকের ভিড় দেখা যায়নি। কাঠ-খড় জ্বালিয়ে হাত-পা সেঁকে নিতে দেখা যায় অনেককে। স্থানীয়রা বলেন, হঠাৎ করেই আবার ঠান্ডার কামড় বেড়েছে।
দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের অবস্থাও একই। তা হলেও পাহাড়ে শীতের আমেজ উপভোগ করছেন পর্যটকরা। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঠান্ডার তীব্রতা বেড়েছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ ও কাল দুই পাহাড়ে এবং সংলগ্ন ডুয়ার্সের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের উঁচু উপত্যাকায় তুষারপাত হতে পারে। এতেই পাহাড়-সমতলে ঠান্ডার দাপট কিছুটা বাড়বে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ফের পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এজন্যই পাহাড়ের উঁচু উপত্যাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সমতলে কুয়াশার দাপট বাড়বে।
এদিকে, পাহাড়ে টয় ট্রেনের দু’টি জয় রাইড পরিষেবা বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয় ট্রেনের জয় রাইড পরিষেবা চালু রয়েছে। এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট রুটে চলত ১২টি টয় ট্রেন। এদিন দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন দু’টি চলবে না। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, এখন জয় রাইডে তেমন যাত্রী হচ্ছে না। তাছাড়া আবহাওয়া অনুকূল নয়। এজন্যই দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট রুটে এখন ১০টি ট্রেন চলবে।
নিজস্ব চিত্র।