কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
নাগর নদী লাগোয়া বিহারের বিঘোর এলাকায় প্রথম চাষ শুরু হওয়ায় নাম বিঘোরের বেগুন। পরবর্তীতে বিঘোর এলাকা থেকে চারা নিয়ে এসে এপার বাংলার রায়গঞ্জ ব্লকের ভিটাহার সহ দুবদুয়ার, নয়াটুলি, ভিটিয়ার গ্রামে চাষ শুরু হয়। তবে চাষিদের সঙ্গে মন খারাপ খাদ্য রসিকদেরও। রায়গঞ্জের বাসিন্দা প্রকাশ কর বলেন, বাজারে বিঘোরের বেগুন বলে অন্য বেগুন বিক্রি হচ্ছে। তাই কলকাতার আত্মীয়দের জন্য আসল বেগুন কিনতে গ্রামে গিয়েছিলাম। কিন্তু এবার ভালো বেগুন পাচ্ছি না, দামও বেশি। স্বাদও মনে হচ্ছে কিছুটা বদলেছে। কৃষকদের ক্ষতি প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার উপ কৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস বলেন, বেগুনের চারা পোকায় সংক্রামিত হয়েছিল। তবে এবছর সতর্ক থাকতে বলা হয়েছে চাষিদের। যেসব গাছ ভালো আছে, ভালো করে নেটিং করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই গাছ থেকে চারা তৈরি করে পরের বছর ব্যবহার করা হবে। এছাড়া আবহাওয়ার খামখেয়ালিপনায় বেগুন চাষে ক্ষতি হয়েছে বলে এবার দামটা একটু বেশি। নিজস্ব চিত্র