বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
পাশে সেই সময়ে দাঁড়িয়ে শাশুড়ির কথা শুনছিলেন পুত্রবধূ সবিতা বর্মন। সবিতা বলেন, আমিও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। এতকিছু পাচ্ছি ভোটটা তো দিদির দলকেই দিতে হবে। বুথের কিছুটা দূরেই তৃণমূল কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করেছে। তাঁরাও কয়েকজন শাশুড়ি-বউমার কথা শুনছিলেন। কিছুটা তৃপ্তির হাসি তৃণমূল কর্মীদের মুখেও।
এদিন সকাল থেকে সিতাইয়ের কোনও বুথেই ঝামেলা হয়নি, নির্বিঘ্নে ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সহ পুলিস কর্মীরাও ভোটাদের সহায়তা করছেন। বয়স্ক ও অসুস্থ ভোটারদের বুথ পর্যন্ত যাওয়ার জন্য মাঠে ঢুকতে দেওয়া হয়েছে টোটোও। তৃণমূল কর্মীরা ভোটারদের সহায়তা করতে ময়দানে থাকলেও কোথাও দেখা মেলেনি বাম-বিজেপি নেতা-কর্মীদের। এদিন ভোট দিতে আসা মানুষের দাবি ছিল, তৃণমূল সরকার এতকিছু দিচ্ছে তাঁদের। তাই তাঁরাও ভোটে তার প্রতিদান দিয়েছে।