বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
হাল খারাপ হয়ে যাওয়ায় ২০২২ সালের জুলাই মাসের দিকে এখানে থাকা কংক্রিটের সেতু ভেঙে ফেলা হয়। পূর্তদপ্তর নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে। এই সেতুর উপর দিয়েই জয়নগর থেকে শুরু করে মন্দিরবাজার, মথুরাপুর, কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। বারুইপুরে আসতে গেলে এর উপর দিয়েই আসতে হয়। সেতু ভাঙার কাজ শুরু হওয়ার পর বিকল্প রুট হিসেবে এর পিছনে পুরনো সেতু দিয়ে যাতায়াত চালু আছে। রোজ কয়েক হাজার গাড়ি চলাচল করে তার উপর দিয়ে। এই সেতু সংলগ্ন রাস্তা আবার এবড়ো-খেবড়ো হয়ে গিয়েছে। মানুষের যাতায়াতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
এলাকার বাসিন্দারা বলেন, সূর্যপুরে সব্জির বড় হাট বসে। ব্যবসায়ীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। দুই বছর হয়ে গেলেও একটা সেতু নির্মাণ শেষ হল না। আর কত বছর সময় লাগবে, তা প্রশাসনের লোকজনই বলতে পারবে। তাঁরা আরও বলেন, কাজ এখানে তেমন হচ্ছেই না। ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করলে বলেন, অফিসে বসেই কাজ হচ্ছে। যে পুরনো সেতু দিয়ে চলাচল হচ্ছে, সেটাও ভালো অবস্থায় নেই। - নিজস্ব চিত্র