সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
শনিবার ম্যান্ডেভিল ক্যানিয়নের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এই অঞ্চলেই রয়েছে অভিনেতা আর্নল্ড শোয়ারজেনেগার সহ অন্যান্য তারকার বাড়ি। তবে বহু জায়গায় এখনও আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক করেছেন লস এঞ্জলস দমকল বিভগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। তাঁর কথায়, ‘প্যালিসেডের বিভিন্ন এলাকায় এখনও আগুন জ্বলছে। এই মুহূর্তে সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ নেই, জল নেই। বহু জায়গায় জ্বালানি সরবরাহের লাইন পর্যন্ত ফেটে গিয়েছে।’ বর্তমানে প্রকৃতি শান্ত থাকলেও মঙ্গলবার রাত থেকেই ফের ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে নতুন জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে ৬৭তম গ্র্যামি পুরস্কারের অনুষ্ঠান হওয়ার কথা। বিশেষজ্ঞ মহলের মতে, এই আবহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত রাখার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞদের দাবি, অনুষ্ঠানের জন্য প্রচুর সংখ্যক হোটেলের প্রয়োজন। সেখানেই থাকবেন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে কর্মকর্তারা। দাবানলে লস এঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা পুড়ে গিয়েছে। তাই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে আগুন নেভানোর চেষ্টায় নিযুক্ত রয়েছেন ১৪ হাজারের বেশি দমকলকর্মী।