সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
ক্যাগের রিপোর্টের উপরে বিধানসভায় আলোচনার চেয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা বীজেন্দ্র গুপ্ত সহ সাত বিজেপি বিধায়ক। এদিন শুনানিতে আপ সরকারের তরফে সওয়াল করা হয়, দিল্লিতে নির্বাচন আসন্ন। এই অবস্থায় বিধানসভার অধিবেশন ডাকা সম্ভব নয়। গত শুনানিতেও কার্যত একই বক্তব্য পেশ করেছিল আপ সরকার। তাদের যুক্তি ছিল, ফেব্রুয়ারিতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। যে কারণে এখন বিধানসভায় রিপোর্ট প্রকাশ করলেও কোনও কাজে আসবে না। এদিন সওয়াল-জবাব চলাকালীন আদালতে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে মামলার দুই পক্ষই। আদালতের পর্যবেক্ষণ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন দিল্লি সরকারের আইনজীবী রাহুল মেহরা। তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করছে বিজেপি।’ এমন পরিস্থিতিতে ১৬ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি করে দেন বিচারপতি দত্ত। তাঁর সংযোজন, ‘আশাকরি তখন পরিস্থিতি কিছুটা শান্ত হবে।’