পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ন’টা নাগাদ ওই মহিলা বাড়ি ফেরার জন্য একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওই চার অভিযুক্ত গাড়ি নিয়ে সেখানে আসে। মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় তারা। রাত হয়ে যাওয়ায় সেই প্রস্তাবে রাজি হয়ে যান মহিলা। ওই নির্যাতিতা জানিয়েছেন, গন্তব্যে পৌঁছে যাওয়ার পরও অভিযুক্তরা গাড়ি থামায়নি। প্রথমে গাড়ির পিছনে বসে থাকা দুই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে। পরে অন্যরাও অত্যাচার চালায়। অভিযুক্তরা গাড়ি নিয়ে একটি কলেজের কাছে নিয়ে যায়। সেখানে রড দিয়ে মহিলার মুখে ও মাথায় আঘাত করা হয়। এরপর তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। ওই অবস্থায় ঘণ্টাখানেক রাস্তাতেই পড়েছিলেন নির্যাতিতা। জ্ঞান ফিরে আসার পর তিনি প্রথমে ওই কলেজের গেটে গিয়ে নিরাপত্তারক্ষীর সাহায্য চান। এরপর তিনি কাছের একটি হোটেলে গিয়ে ওই নিরাপত্তারক্ষীকে পুরো ঘটনার কথা খুলে বলেন। দাবোক থানার পুলিস নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যায়।