পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে। ... বিশদ
ইতিমধ্যে এই ঘটনায় মহারাষ্ট্রের সাইবার সেলের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন রঘু রাম। অনুষ্ঠানে এমন ভাষা ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, কারুর ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। শনিবার ইনস্টাগ্রামে রঘুর পোস্ট, ‘কৌতুক অভিনেতারা সত্য তুলে ধরার চেষ্টা করে। তবে কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের থাকে না। এমনটা করলে তারা সবার আগে ক্ষমা চাইবে। আশা করি সমাজ সবকিছু বুঝতে পারবে।’ ওই শোয়ের উদ্যোক্তা কমেডিয়ান সময় রায়নাকে হাজিরা দেওয়ার জন্য ১০ মার্চ পর্যন্ত সময় দিয়েছে মুম্বই পুলিস।
রণবীর, রঘুর পাশাপাশি অনুষ্ঠানের একটি পর্বে উপস্থিত ছিলেন অপূর্বা মুখিজা। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুন, ধর্ষণের হুমকি পেয়েছেন ‘দ্য রেবেল কিড’। এহেন আচরণের জন্য নেটিজেনদের একহাত নিয়েছেন অপূর্বার বন্ধু রিদা থারানা। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘অপূর্বাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। আশা করছি আপনাদের কখনও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।’ আইফার সহযোগিতায় রাজস্থান পর্যটন দপ্তরের ট্রেজার হান্টের শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অপূর্বার। বিতর্কের জেরে সেই তালিকা থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইফা।