কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
পরিবহণমন্ত্রীর পাশাপাশি এদিন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলও মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে রাজপথে নামেন। তিনিও একইভাবে যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জেনেছেন। আমতলা, জোকা বাস ডিপো, শীলপাড়া ওয়ার্কশপ এবং থ্রি এ বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি। কোথায় কত বাস খারাপ হয়ে পড়ে রয়েছে, সেই খোঁজখবরও করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ডিপোতে বেশ কিছু বাস খারাপ হয়ে রয়েছে। সেগুলি সারাই করানো হচ্ছে। তবে আগের থেকে পরিস্থিতি পাল্টেছে। দু’টি বাসের মধ্যে সময় কমাতে গেলে আরও বাস নামাতে হবে। প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণও যে জরুরি।’ দ্রুত রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন দিলীপবাবু। সরকারি বাস পরিষেবার উপর এখনও বহু মানুষ নির্ভরশীল। কিন্তু সম্প্রতি যেভাবে বাস পেতে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাতে যাত্রীদের দুর্ভোগ এবং বিরক্তি—দুই-ই বাড়ছে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি বাস পরিষেবা নিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী-আমলাদের।