কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
এদিনের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে টেন্ডার সংক্রান্ত সমস্যাটি প্রথমে তোলেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। যে টাকার কাজ তার থেকে ২৫-৩০ শতাংশ কম রেট দিয়ে টেন্ডার পাওয়ার পর কাজ না করে অনেক ঠিকাদার সরে যাচ্ছেন। সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, হুগলিতে সম্প্রতি একটি কাজ ৬২ শতাংশ কম রেটে নেওয়া হয়েছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও কম রেটে কাজ করার সমস্যা কথা বলেন। এব্যাপারে জরিমানা নেওয়ার সুযোগ না থাকায় ঠিকাদারদের টাকা জমা রাখার কোনও ব্যবস্থা অর্থদপ্তর চালু করতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়।