পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে। ... বিশদ
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বসিরহাটের স্বরূপনগরের বিথারিতে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা টহল দিচ্ছিলেন। তখন বাইকে করে আসা এক যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের। বিথারি বিওপির কাছে তাঁকে আটক করে বিএসএফ। শুরু হয় জেরা। মোটরবাইকেও চলে তল্লাশি। তখনই বাইকের পেট্রল ট্যাঙ্কের নীচে একটি গর্তে কৌশলে লুকিয়ে রাখা ২৫টি সোনার বিস্কুট উদ্ধার হয়। সেগুলির মোট ওজন ৩.৪২০ কেজি। আনুমানিক মূল্য ২ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ১৮২ টাকা।
জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে, অভিযুক্ত যুবক গত দু’মাস ধরে এক বাংলাদেশি কারবারির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাঁকে বিথারি বাজারের কাছে রাস্তার ধারে নির্দিষ্ট জায়গায় সোনার বিস্কুট রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এজন্য তাঁকে ১৫০০ টাকা দেওয়ার কথা। তবে, তার আগেই তিনি ধরা পড়ে যান।
এনিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র এন কে পান্ডে বলেন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল নিলেও কাজ হচ্ছে না, ধারাবাহিকভাবেই তাঁরা বিএসএফ-এর কাছে ধরা পড়ে যাচ্ছে।