কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
দেখা গিয়েছে, সেবাশ্রয় কর্মসূচিতে এসে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ডায়মন্ডহারবারের মানুষ। ক্যান্সারের মতো মারণ রোগ নিরাময়ের চেষ্টাও চালাচ্ছেন চিকিৎসকরা। আবার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়লে, সে বিষয়েও যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার এই স্বাস্থ্য শিবিরে এসেছিল ন’বছরের সাদিকা সুলতানা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির থেকে সাদিকাকে ডায়মন্ডহারবার হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। সাদিকার বাবা আলি হোসেন মোল্লা জানান, সেবাশ্রয় কর্মসূচি সাংসদের অত্যন্ত ভালো উদ্যোগ। এই স্বাস্থ্য শিবিরে এসে স্বেচ্ছাসেবকদের খুব ভালো ব্যবহার পেয়েছি। ডায়মন্ডহারবার হাসপাতালে আমার মেয়ের খুব ভালোভাবে চিকিৎসা চলছে। এছাড়াও প্রীতিকণা ঘোষ, নরেন মাইতি, মমতা পাত্ররা জানিয়েছেন, সেবাশ্রয় কর্মসূচিতে এত ভালো পরিষেবা মিলবে তা এখানে না এলে বুঝতে পারতাম না।