কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আকাশ পেট্রল পাম্পের কর্মী ছিলেন। মাত্র এক বছর আগে তাঁর বিয়ে হয়। বাড়িতে তাঁর স্ত্রী ছাড়াও বাবা, মা ও দাদা বউদিরা রয়েছেন। ১ জানুয়ারি উপলক্ষ্যে এদিন তিনি ভালকি এলাকার জঙ্গলে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন। বিকেল ৫টা নাগাদ জঙ্গলের কাঁচা রাস্তা ধরে তিনি একাই বাইকে ফিরছিলেন। ভালকি এলাকার একটি হিমঘরের কাছে চৌবেটা-তালডাংরা মেন রাস্তায় উঠে পড়েন। ওই সময় তালডাংরার দিক থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস আসছিল। বাসের ধাক্কায় বাইক সহ আকাশ ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই বাসটি ডানদিকে উল্টে যায়। বেশ কয়েকজন যাত্রীরা জখম হন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। পরে পুলিস আসে। জখমদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ভালকি গ্রাম থেকে পরিবারের লোকজন আসেন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন।