কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
অর্জুন কুম্ভকার তার অভিযোগে পুলিসকে জানায়, তার বাংলা আবাস যোজনা তালিকায় নাম রয়েছে। অভিযোগ, তিনি খুবই গরিব। কোনওক্রমে সংসার চলে। গত ১৩ নভেম্বর ১১ টা নাগাদ তাদের গ্রামের সুবলচন্দ্র কুম্ভকার তাকে হুমকি দেয়। বলা হয় তার আবাস যোজনায় নাম রয়েছে। পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার পুলিসের দ্বারস্থ হন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।