কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
পুলিস জানিয়েছে, আগাম খবরের ভিত্তিতে পুলিস নজরদারি চালাচ্ছিল। দুই যুবকের কাছে দু’টি বড় ব্যাগ দেখে সন্দেহ হয়। তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় চাঁদেরমোড়ে দুই যুবক হাতে দু’টি বড় সাইজের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা বাসের জন্য অপেক্ষা করছিল। তাদের হাতে বড় দু’টি ব্যাগ দেখে পুলিসের সন্দেহ হয়। ব্যাগে তল্লাশি চালিয়ে দু’টি বড়ো রোল উদ্ধার হয়। রোল কাটতেই গাঁজা বেরিয়ে আসে। গাঁজাগুলি তারা মালদহ থেকে নিয়ে আসে। সেগুলি হাতবদল করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে। উদ্ধার হওয়া গাঁজাগুলির বাজার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে।