কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পাট বোঝাই করে ভাড়ায় লছিমন নিয়ে যাচ্ছিলেন ইয়াকুব শেখ। গঙ্গাধারি এলাকায় বিপরীতমুখী লরির সঙ্গে ধাক্কায় লছিমন উল্টে যায়। তলায় চাপা পড়ে গুরুতর জখম হন ইয়াকুব শেখ। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃতের আত্মীয় রাকিবুল শেখ বলেন, গ্রামের এক চাষি পাট বিক্রি করতে যাওয়ার জন্য লছিমন ভাড়া নিয়েছিলেন। ভাড়া যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে।
অপরদিকে মঙ্গলবার রাত ৯টা নাগাদ গ্যারাজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তৈয়ব আলি। রাজ্য সড়কের উপর চুনাখালি শীতলাতলা এলাকায় পিছন থেকে একটি পণ্যবাহী লরি ধাক্কা মেরে বেরিয়ে যায়। তৈয়ব আলিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কলকাতা রেফার করেন। কলকাতা যাওয়ার পথে রাত ১টা নাগাদ বেলডাঙা এলাকায় মৃত্যু হয়। মৃতের আত্মীয় গোলাম মোস্তফা বলেন, চুনাখালি ইসলামপুর রাজ্য সড়কে অধিকাংশ গাড়ি বেপরোয়া গাড়িতে ছোটে। যার জেরে প্রায় প্রতি সপ্তাহে পথের বলি হচ্ছেন মানুষ। পুলিসের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।