সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের নীচে একটি দড়ি তৈরির কারখানায় আচমকা আগুন লাগে। প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বেরতে দেখেন কারখানার শ্রমিক ও কর্মচারীরা। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু একে নারকেল দড়ি, তার উপর তাতে রাসায়নিক পদার্থ লেগে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা কারখানাই আগুনের গ্রাসে চলে যায়। নিমেষে বিধ্বংসী আকার নেয়। খবর পেয়ে প্রথমে বালি ও উত্তরপাড়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরপর হাওড়া থেকে আরও চারটি ইঞ্জিন গিয়ে প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’হাজার বর্গফুটের এই কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেলেও কেউ হতাহত হননি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা।
বালি ফায়ার স্টেশনের আধিকারিক সোমনাথ প্রামাণিক বলেন, ‘কী করে আগুন লাগল, তা বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ওই কারখানায় অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না। আশপাশে জলাশয়ও ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।’ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে খবর।