কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর, নপাড়া প্রভৃতি এলাকায় পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়। ওই এলাকায় জল সরবরাহের জন্য কাশীপুর-হুড়া রাজ্য সড়কের পাশ দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কাশীপুর রাজবাড়ি মোড়ে ওই পাইপলাইন ফেটে গিয়েছে। ফলে ফাটা পাইপ দিয়ে অনবরত জল বেরচ্ছে। সেই জল রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে। পিচ রাস্তার উপর দিয়ে জল যাওয়ায় সবচেয়ে সমস্যায় পড়ছেন পথচারীরা। কারণ ওই রাস্তা দিয়ে যানবাহন যাওয়ার সময় জল ছিটকে পথচারীদের গায়ে লাগছে। পাশাপাশি রাজ্য সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু তাই নয়, ফাটা পাইপের চারপাশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে জল জমা হচ্ছে। সেই জমা জল আবার ফাটা পাইপ দিয়ে ভিতরে ঢুকছে। ফলে জল দূষিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া রাজ্য সড়কের পাশে বিভিন্ন দোকান রয়েছে। বাস, লরি রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় জল ছিটকে সরাসরি দোকানে চলে আসছে।
কাশীপুর এলাকার বাসিন্দারা বলেন, পানীয় জলের প্রচুর সমস্যা রয়েছে। পানীয় জলের দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। অথচ সেই কাশীপুরে পাইপ ফেটে পানীয় জল নষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দা উত্তম কর্মকার, প্রতাপ ধীবর বলেন, প্রায় ১৫ দিন আগে পাইপ ফেটেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি।