কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
গাঁজা চাষ রুখতে পুলিসের তরফে লাগাতার অভিযান চলছে। থানা এলাকায় খোলা জমিতে গাঁজাগাছ দেখতে পেলেই তা কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধরপাকড়ও চলছে। সেকারণেই পুলিসি ঝক্কি এড়াতে খোলা জায়গায় বদলে বাড়ির উঠোনে গাঁজা চাষ করছে কারবারিরা। বাড়িতে গাঁজা চাষের ক্ষেত্রে পুলিসি হানার সুযোগটাও কম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রানিনগরের বিভিন্ন এলাকায় বাড়ির মধ্যেই গাঁজার চাষ শুরু হয়েছিল। সোর্স মারফত সেখবর রানিনগর থানার পুলিসের কাছে পৌঁছয়।