কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বাঁকুড়া থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, আমরা মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে রয়েছি। কীভাবে তাদের সাহায্য করা যায় তা দেখা হচ্ছে।