কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার অবতরণে ইসরোর অন্য বিজ্ঞানীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তসিকুল ওয়ারা সাহেব। স্কুলের প্রাক্তনী এই কৃতীর সাফল্যে গর্বিত জঙ্গিপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তসিকুল সাহেব তাঁর স্কুলের শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই মডেল তুলে দেওয়ার কথা ভাবেন। পড়ুয়াদের উৎসাহিত করতে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে চন্দ্রযানের মডেলটি প্রদর্শন করা হয়।
এই বিশিষ্ট বিজ্ঞানীর স্ত্রী সিরিন ওয়ারা বলেন, এই স্কুলেই উনি লেখাপড়া করেছেন। তাই স্কুলের স্যারদের শ্রদ্ধা জানাতেই এই মডেলটি পাঠিয়েছেন। বর্তমানে উনি পরবর্তী প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন। সেকারণে নিজে আসতে পারেননি। আমি স্বামীর তরফে স্কুল কর্তৃপক্ষকে চন্দ্রযানের মডেলটি দিয়েছি। জঙ্গিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর পাঠানো এই মডেল ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বিষয়ে আগ্রহ বাড়াতে অনুপ্রেরণার কাজ করবে। তসিকুল ওয়ারা সাহেবের এই সাফল্য আমরা গর্বিত।