কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ১১-১০মার্জিনে জিতে বোর্ড গঠন করে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর-২বিডিও অফিস, থানা, কলেজ, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান অবস্থিত। সোমবার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার উপস্থিতিতে দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। রঘুনাথচক বুথের বিজেপির সদস্য কাকলি বেরা ও খানজাদাপুর বুথের বিজেপির নির্বাচিত সদস্য জয়দেব বেরা এদিন তৃণমূলে যোগ দেন। ভগবানপুর-২ব্লক তৃণমূল কার্যালয়ে এই দলবদল উপলক্ষ্যে গোটা ব্লকের তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। ওই দু’জন সদস্য দল ছাড়ায় ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা খোয়ানোর পথে বিজেপি। সেই আনন্দে দলবদলের পর সবুজ আবির নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা বিজয়োল্লাসে মাতেন। বিজেপি ছেড়ে আসা দুই পঞ্চায়েত সদস্যকে নিয়ে মিছিলও করে তৃণমূল। ভগবানপুর-২ ব্লক তৃণমূল কার্যালয়ে কাকলি বেরা ও জয়দেব বেরাকে নিয়ে দৃশ্যত বিজয় উৎসবে মাতেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই মুহূর্তে জানা যায়, কাকলি বেরার শ্বশুর শশাঙ্ক বেরাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে বিজেপির লোকজন। কাকলির সঙ্গে ছিলেন তাঁর স্বামী অমল বেরা। ওই খবর ব্লক তৃণমূল পার্টি অফিসে আসতেই সস্ত্রীক অমল বেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।