কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে বৃহস্পতিবার দু’টি খেলা হয়। এফসিআই মাঠে বটতলা ইয়ং ফ্রেন্ডস ১-০ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারায়। রাজ বাল্মিকী জয়সূচক গোলটি করে। বি-জোন বয়েজ ক্লাব মাঠে অরুণ স্মৃতি পাঠাগার ২-১ গোলে হারায় শান্তি স্পোর্টিং ক্লাবকে। অপরদিকে মহকুমা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ও অআকখ ফুটবল কোচিং সেন্টারের খেলাটি ড্র হয়েছে। বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়।