কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
পুলিস জানিয়েছে, গলসি বাজার এলাকায় সার্ভিস রোডের পাশে শেখ সাদ্দাম নামে একজনের ইলেক্ট্রনিক্স সরঞ্জামের দোকান রয়েছে। গত ২৯ ডিসেম্বর রাত ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর দোকানের শাটারের তালা ভেঙে ১৬০টি বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে চম্পট দেয়। পরের দিন বিষয়টি জানতে পেরে দোকানদার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা বিশ্লেষণ করে পুলিস জানতে পারে, মোবাইল চুরির পর দুষ্কৃতীরা সেগুলি একটি পিকআপ ভ্যানে লোড করে পালায়। পিকআপ ভ্যানের নম্বরও পায় পুলিস। সেই সূত্র ধরেই মোবাইল মনিরুল ও সাজ্জাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস।