কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
এর আগেও এই ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছিল। গত ৬অক্টোবর গণপিটুনির ঘটনাটি ঘটে। শুকচাঁদের সঙ্গে এলাকার এক প্রৌঢ়ার অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করেছিলেন এক মহিলা। সেই ‘অপরাধে’ তাঁকে ধর্ষণের চেষ্টা এবং তাতে বিফল হয়ে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ ওঠে শুকচাঁদের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় তমলুকের একটি নার্সিংহোমে মারা যান ওই মহিলা। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে শুকচাঁদকে ব্যাপক গণপ্রহার করে। পুলিশ তাঁকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুকচাঁদ। গণপ্রহারের ঘটনায় মৃতের পরিবারের তরফে ৪০জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নামে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তরা গা-ঢাকা দেয়। পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।